কাশ্মীরের আইজি বিজয় কুমার বলেন যে এই হামলার পিছনে জইশ-ই-মহম্মদের হাত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে৷ যদিও কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার করেনি৷ হামলা স্থলে অতিরিক্ত পুলিশ বাহিনী পাঠানো হয়েছে৷ খোঁজ চলছে জঙ্গিদের৷
আহত পুলিশকর্মীদের শ্রীনগরের পিসিআর হাসপাতালে তড়িঘড়ি নিয়ে যাওয়া হলেও দু' জনকে বাঁচানো যায়নি৷ ৭১৫ আইআরপি ২০ ব্যাটেলিয়ানের ইশফাক আয়ুব ও ৩০৭ আইআরপি ২০ ব্যাটেলিয়ানের ফয়েজ আহমেদের মৃত্যু হয়েছে জঙ্গিদের গুলিতে৷ এছাড়াও আহত হয়েছেন কনস্টেবল মহম্মদ আশরফ৷ তাঁর ডান হাতে গুলি লেগেছে৷
এই ঘটনার পর বিস্তারিত বিবরণ দিয়ে ট্যুইট করেছে কাশ্মীর জোন পুলিশ৷ স্বাধীনতা দিবসের আগে দেশজুড়ে জোরদার থাকে নিরাপত্তা৷ কোনও রকম অশান্তি যাতে না হয়, তাই এই ব্যবস্থা৷ তবে সেই স্বাধীনতা দিবসের আগে এই ধরনের জঙ্গি হামলা দেশের নিরাপত্তার ক্ষেত্রে একটা বড় প্রশ্ন তুলে দেয় এবং একই সঙ্গে বাড়িয়ে দেয় চ্যালেঞ্জও৷
