TRENDING:

Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরে ফের সেনা জঙ্গি-সংঘর্ষ! রাতভর চলল গুলি, নিহত ২ জওয়ান, আহত আরও ২

Last Updated:

Terrorist Encounter in J&K: জম্মু ও কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষ। শুক্রবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় সেনাবাহিনী ও জঙ্গির মধ‍্যে গোলাগুলি চলে। উত্তর কাশ্মীরের পাত্তান এলাকাতেই শুরু হয় সংঘর্ষের। ঘটনায় মৃত‍্যু হয়েছে দুই জওয়ানের। আরও দু’জন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। সংঘর্ষে নিহত এক জঙ্গি বলেই খবর সেনাবাহিনী সূত্রে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাশ্মীর: জম্মু ও কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষ। শুক্রবার জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলায় সেনাবাহিনী ও জঙ্গির মধ‍্যে গোলাগুলি চলে। উত্তর কাশ্মীরের পাত্তান এলাকাতেই শুরু হয় সংঘর্ষের। ঘটনায় মৃত‍্যু হয়েছে দুই জওয়ানের। আরও দু’জন গুরুতর জখম অবস্থায় চিকিৎসাধীন। সংঘর্ষে নিহত এক জঙ্গি বলেই খবর সেনাবাহিনী সূত্রে।
জম্মু-কাশ্মীরে ফের সেনা জঙ্গি-সংঘর্ষ! রাতভর চলল গুলি, নিহত ২ জওয়ান, আহত আরও ২
জম্মু-কাশ্মীরে ফের সেনা জঙ্গি-সংঘর্ষ! রাতভর চলল গুলি, নিহত ২ জওয়ান, আহত আরও ২
advertisement

কাশ্মীর জোন পুলিশ এক্স হ‍্যান্ডেলে পোস্ট করে জানান হয়, ‘‘বারামুল্লার চক টাপ্পার ক্রেরি পাত্তান এলাকায় শুরু হয় এই সংঘর্ষের। পুলিশ এবং নিরাপত্তা বাহিনী কাজ করছে।

আরও পড়ুন: ঝাঁ ঝাঁ করে কমে যাবে বিদ‍্যুতের বিল! এসির রিমোটেই লুকানো রয়েছে বড় সমাধান, ঠান্ডাও থাকবে, টাকাও বাঁচবে

নিরাপত্তা বাহিনীর কাছে গোপন সূত্রে খবর এসেছিল, কিস্তওয়ারের জঙ্গল এলাকায় জঙ্গিরা লুকিয়ে আছে। সেই অনুযায়ী শুরু হয় অভিযান। গোটা এলাকা ঘিরে ফেলে সেনাবাহিনী। শুক্রবার কিস্তওয়ারের জেলার চাতরু গ্রামে সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষে দুই সেনা নিহত এবং আরও দুইজন আহত হয়।

advertisement

আরও পড়ুন: কী সার্চ করছেন গুগলে? এইসব জিনিস নয় তো? খুব সাবধান! হতে পারে জেলও

সামনেই বিধানসভা ভোট। উপত্যকা অঞ্চল জুড়ে আটটি বিধানসভা অংশ রয়েছে। ডোডা, কিস্তওয়ার এবং রামবান জেলাগুলিকে ঘিরে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ, পুলওয়ামা, শোপিয়ান এবং কুলগামের ১৬ টি আসনে ভোট গ্রহণ করা হবে। গত জুলাই মাসেই ডোডায় সেনা-জঙ্গি সংঘর্ষ হয়।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Jammu and Kashmir: জম্মু-কাশ্মীরে ফের সেনা জঙ্গি-সংঘর্ষ! রাতভর চলল গুলি, নিহত ২ জওয়ান, আহত আরও ২
Open in App
হোম
খবর
ফটো
লোকাল