হামলার পরেই ঘটনাস্থলে চলে আসে অসম পুলিশের বিশেষ বাহিনী। সেনা এবং অসম পুলিশের বিশেষ বাহিনী জঙ্গিদের খোঁজে তল্লাশি চালায়। যদিও কোনও জঙ্গির হদিশ মেলেনি। জঙ্গিদের নাগাল পেতে ডগ স্কোয়াডকেও নিয়ে আসা হয়। রিমোট ডিভাইস, খাবার মেলে তল্লাশি চালিয়ে। সেই সঙ্গে মেলে রক্তের দাগও। সেনার অনুমান, গুলি চলার সময়ে এক জঙ্গি নিশ্চিতভাবে আহত হয়েছে। পরে তার সঙ্গীরা তাকে নিয়ে চম্পট দেয়।
advertisement
আরও পড়ুন, জেলে কম্বল গায়ে শুয়ে দিল্লির খুনে প্রেমিক, সামনে এলো সিসিটিভি ফুটেজ
সোমবার তিনসুকিয়াতে সেনা কনভয়ে প্রথমে আইইডি বিস্ফোরণ তারপরে গুলি চালানো হয়। বলা হচ্ছে যে কমপক্ষে ২০ রাউন্ড গুলি চালানো হয়। যদি ভারতীয় সেনার কোনও ক্ষয়ক্ষতি হয়নি। গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালানো হচ্ছে। উলফা(আই) এর তরফে জানানো হয়েছে তাদের 'বিরোধ দিবস' উপলক্ষে এই হামলা চালিয়েছিল তারা। ১৯৯০ সালে উত্তর-পূর্বে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে বড়সড় অভিযান চালায় ভারতীয় সেনা। অপারেশন বজরঙ্গ নামে সেই অভিযানে জঙ্গিদের বড়সড় আঘাত দেয় সেনা। উলফা(আই) জানিয়েছে, সেই ঘটনার বদলা হিসাবেই 'বিরোধ দিবস' পালন করে আসছে তারা।
তবে শেষ কয়েক বছরে উত্তর-পূর্বের জঙ্গি সংগঠনগুলির দাপট অনেকটা কমেছে । একাধিক সেনা অভিযানে ধরা পড়েছে প্রচুর জঙ্গি। বন্দুক ছেড়ে মূলস্রোতেওফিরে এসেছে অনেকে। এমন অবস্থায় সেনা কনভয়ের উপর হামলার বিষয়টি অত্য়ন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।