ঘটনাটি আজ, ৪ নভেম্বর সকালে ঘটে ৷ সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটি নৈনি ডান্ডা থেকে রামনগরে যাচ্ছিল ৷ রাস্তায় গীত জাগি নদীর কাছেই ঘটে বিপদ ৷ খাদে পড়ে যায় বাসটি ৷
advertisement
সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনার আধিকারিক জানিয়েছে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে ২৩ জনের মৃত্যু হয়েছে ৷ তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷
আরও পড়ুন: বেসিনে পাইপে ময়লা জমে জল আটকে যাচ্ছে, এই ‘ছোট্ট’ কাজ করুন, তাহলেই ম্যাজিক
ওই বাসে মোট ৪২টি আসন ছিল ৷ জানা যাচ্ছে তখন বাসে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন ৷ ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ চলছে ৷ এসডিআরএফ (SDRF) টিমও পাঠানো হয়েছে৷
আলমোড়ার জেলা প্রশাসকের সঙ্গে উত্তরাখণ্ডের মূখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কথা হয়েছে৷ তিনি ঘটনার বিষয়ে যাবতীয় তথ্য জানতে চেয়েছেন৷ দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর নির্দেশ দিয়েছেন।
উদ্ধারকার্য দেখভাল করার জন্য দেরাদুনের জেলা প্রশাসনকে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন৷ প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করারও কথা জানিয়েছেন৷
এসডিআরএফের পাশাপাশি এনডিআরএফের দলও ঘটনাস্থলে পৌঁছেছে৷ আরও ত্রাণ পৌঁছানোর ব্যবস্থাও করা হচ্ছে৷
আলমোরার বাস দুর্ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর। আহতদের ১ লক্ষ আর নিহতদের পরিজনকে ৪ লক্ষ টাকা ক্ষতিপুরণের ঘোষণা করলেন।
আলমোরার দুর্ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধার ৩৬ যাত্রীর দেহ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা