TRENDING:

Almora Bus Accident: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, খাদে পড়ে গেল আস্ত বাস, মৃত ৩৬, আহত বহু, শুরু উদ্ধারকাজ

Last Updated:

দুর্ঘটনাগ্রস্ত বাসটি নৈনি ডান্ডা থেকে রামনগরে যাচ্ছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলমোড়া: উত্তরাখণ্ডে আলমোড়ার কাছে বড়সড় সড়ক দুর্ঘটনা !  খাদে পড়ে যায় একটি বাস ৷ দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৩৬ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ আহতের সংখ্যা বহু ৷
Photo: PTI
Photo: PTI
advertisement

ঘটনাটি আজ, ৪ নভেম্বর সকালে ঘটে ৷ সূত্রের খবর, দুর্ঘটনাগ্রস্ত বাসটি নৈনি ডান্ডা থেকে রামনগরে যাচ্ছিল ৷ রাস্তায় গীত জাগি নদীর কাছেই ঘটে বিপদ ৷ খাদে পড়ে যায় বাসটি ৷

আরও পড়ুন: অক্টোবর মাসে ইন্টারনেটে সবচেয়ে বেশি সার্চ কোন ৩ বিষয়? মাস শেষে দেশের সার্চ হিস্ট্রি দেখলে মাথা ঘুরে যাবে….

advertisement

সেখানকার দুর্যোগ ব্যবস্থাপনার আধিকারিক জানিয়েছে এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে ২৩ জনের মৃত্যু হয়েছে ৷  তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে  ৷

আরও পড়ুন: বেসিনে পাইপে ময়লা জমে জল আটকে যাচ্ছে, এই ‘ছোট্ট’ কাজ করুন, তাহলেই ম্যাজিক

ওই বাসে মোট ৪২টি আসন ছিল ৷ জানা যাচ্ছে তখন বাসে ৩৫ জনেরও বেশি যাত্রী ছিলেন ৷ ইতিমধ্যেই উদ্ধারকার্য শুরু হয়েছে৷ আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার কাজ চলছে ৷ এসডিআরএফ (SDRF) টিমও পাঠানো হয়েছে৷

advertisement

আলমোড়ার জেলা প্রশাসকের সঙ্গে উত্তরাখণ্ডের মূখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির কথা হয়েছে৷ তিনি ঘটনার বিষয়ে যাবতীয় তথ্য জানতে চেয়েছেন৷ দ্রুত উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর নির্দেশ দিয়েছেন।

উদ্ধারকার্য দেখভাল করার জন্য দেরাদুনের জেলা প্রশাসনকে ঘটনাস্থলে পৌঁছানোর নির্দেশ দিয়েছেন৷ প্রয়োজনে গুরুতর আহত যাত্রীদের এয়ারলিফট করারও কথা জানিয়েছেন৷

এসডিআরএফের পাশাপাশি এনডিআরএফের দলও ঘটনাস্থলে পৌঁছেছে৷ আরও ত্রাণ পৌঁছানোর ব্যবস্থাও করা হচ্ছে৷

advertisement

আলমোরার বাস দুর্ঘটনায় বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর। আহতদের ১ লক্ষ আর নিহতদের পরিজনকে ৪ লক্ষ টাকা ক্ষতিপুরণের ঘোষণা করলেন।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

আলমোরার দুর্ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধার ৩৬ যাত্রীর দেহ। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা

বাংলা খবর/ খবর/দেশ/
Almora Bus Accident: ভয়ঙ্কর পথ দুর্ঘটনা, খাদে পড়ে গেল আস্ত বাস, মৃত ৩৬, আহত বহু, শুরু উদ্ধারকাজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল