TRENDING:

Radhika Yadav: নিজের মেয়েকে পরপর গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে খুন, গ্রেফতার বাবা, কী কারণে কন‍্যাকে হত‍্যা? তোলপাড় দেশ

Last Updated:

Tennis Player Murder: রাজ‍্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের মর্মান্তিক মৃত‍্যু। ২৫ বছরের দেশের অন‍্যতম প্রতিভাধারী খেলোয়াড়কে খুনের অভিযোগ তাঁর বাবার বিরুদ্ধে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুরুগ্রাম: রাজ‍্যস্তরের টেনিস খেলোয়াড় রাধিকা যাদবের মর্মান্তিক মৃত‍্যু। ২৫ বছরের দেশের অন‍্যতম প্রতিভাধারী খেলোয়াড়কে খুনের অভিযোগ তাঁর বাবার বিরুদ্ধে। সূত্রের খবর, বৃহস্পতিবার মেয়েকে গুলি করে খুন করেন রাধিকা যাদবের বাবা। অভিযুক্তকে ইতিমধ‍্যে গ্রেফতার করেছে পুলিশ। হরিয়াণার গুরুগ্রামে তাদের পারিবারিক বাসভবনেই ঘটেছে এই ঘটনা।
নিজের মেয়েকে পরপর গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে খুন, গ্রেফতার বাবা, কী কারণে কন‍্যাকে হত‍্যা? তোলপাড় দেশ
নিজের মেয়েকে পরপর গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে খুন, গ্রেফতার বাবা, কী কারণে কন‍্যাকে হত‍্যা? তোলপাড় দেশ
advertisement

সূত্রের খবর, গুরুগ্রামের সেক্টর ৫৭-এর এলাকায় নিজেদের পারিবারিক বাসভবনে দুপুর ১২ টা নাগাদ নিজের মেয়ের উপর গুলি চালান রাধিকার বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে পরপর তিনটি গুলি চালিয়ে মেয়েকে খুন করেছে রাধিকার বাবা। গুলি লাগার পর তরুণী খেলোয়াড়কে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষমেশ বাঁচানো যায়নি। ওই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে খুনে ব‍্যবহৃত রিভলবারও।

advertisement

আরও পড়ুন: ১ ফোঁটা চোখের জলেই নিষ্ক্রিয় ২৬ টি সাপের বিষ! বিশ্বের সবচেয়ে দামী অশ্রু কোন প্রাণীর বলুন তো? সবার চেনা, তবু ৯৯% ভুল উত্তর দিয়েছেন

আরও পড়ুন: উই ধরে সর্বনাশ কাঠের ফার্নিচার, দরজা, দেওয়ালেরও! ঝাঁঝরা করে দিচ্ছে ঘুনপোকা? বাড়িতেই বানান ব্রহ্মাস্ত্র, খরচ মাত্র ১০ টাকা

advertisement

খুনের কারণ জানতে ইতিমধ‍্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে প্রাথমিক অনুমান, রাধিকার প্রেমের সম্পর্কে অমতি ছিল বাবার। সেইকারণেই মেয়েকে গুলি করে খুন করেন বলে অভিযোগ। যদিও খুনের কারণ সম্বন্ধে এখনও স্পষ্ট কিছুই জানা যায়নি।

সেরা ভিডিও

আরও দেখুন
নদী নাকি শুকিয়ে যাওয়া জমি ধরতে পারবেন! ইছামতীর প্রাণ ফেরাতে দারুণ উদ্যোগ
আরও দেখুন

প্রসঙ্গত, রাজ‍্যস্তরের অন‍্যতম প্রতিভাধারী টেনিস খেলোয়াড় ছিলেন রাধিকা। একাধিক পদক জেতার খেতাব রয়েছে তাঁর। নিজে লন টেনিস খেলার পাশাপাশি একটি টেনিস অ‍্যাকাডেমিও চালাতেন প্রয়াত রাধিকা।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Radhika Yadav: নিজের মেয়েকে পরপর গুলি! টেনিস খেলোয়াড় রাধিকা যাদবকে খুন, গ্রেফতার বাবা, কী কারণে কন‍্যাকে হত‍্যা? তোলপাড় দেশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল