সূত্রের খবর, গুরুগ্রামের সেক্টর ৫৭-এর এলাকায় নিজেদের পারিবারিক বাসভবনে দুপুর ১২ টা নাগাদ নিজের মেয়ের উপর গুলি চালান রাধিকার বাবা। পুলিশ সূত্রে জানা গিয়েছে পরপর তিনটি গুলি চালিয়ে মেয়েকে খুন করেছে রাধিকার বাবা। গুলি লাগার পর তরুণী খেলোয়াড়কে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষমেশ বাঁচানো যায়নি। ওই বাড়ি থেকেই উদ্ধার হয়েছে খুনে ব্যবহৃত রিভলবারও।
advertisement
খুনের কারণ জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে প্রাথমিক অনুমান, রাধিকার প্রেমের সম্পর্কে অমতি ছিল বাবার। সেইকারণেই মেয়েকে গুলি করে খুন করেন বলে অভিযোগ। যদিও খুনের কারণ সম্বন্ধে এখনও স্পষ্ট কিছুই জানা যায়নি।
প্রসঙ্গত, রাজ্যস্তরের অন্যতম প্রতিভাধারী টেনিস খেলোয়াড় ছিলেন রাধিকা। একাধিক পদক জেতার খেতাব রয়েছে তাঁর। নিজে লন টেনিস খেলার পাশাপাশি একটি টেনিস অ্যাকাডেমিও চালাতেন প্রয়াত রাধিকা।