রাজ্যপাল ইএসএল নরসিমহান-এর সঙ্গে দেখা করে দলীয় প্রতিনিধিরা ও নির্বাচনের আগে রাজ্যে রাষ্ট্রপতি শাসনের আবেদন জানান । তাঁদের বক্তব্য রাজ্যে আইন শৃঙ্খলার অবস্থা একদমই ভালো নয় ও আগ্রহী মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও তাঁর ক্ষমতার অপব্যবহার করেছেন ।
আরও পড়ুন: ১০০ কোটি ভারতীয়র আধার তথ্য ফাঁস ! প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য
advertisement
চন্দ্রশেখর রাও মুখ্যমন্ত্রীর আসনে বহাল রাজ্যে নির্বাচনে কোনওমতেই স্বচ্ছ ও সঠিকভাবে সম্পন্ন হবে না, মত জোট নেতাদের। বিষয়টি নিয়ে শীর্ষ আদালতে আপিল করার পরিকল্পনাও রয়েছে জোট নেতাদের । এর আগেও চন্দ্রশেখর রাও-এর বিরুদ্ধে বিজেপির পক্ষপাতি হওয়ার অভিযোগ তুলেছিল তেলেঙ্গানা কংগ্রেস । বিধানসভা নির্বাচন স্থগিত রাখার দাবিও জানিয়েছিল বিরোধী দলগুলি কিন্তু নির্বাচন কমিশন সেই দাবি মানে নি ।
আরও পড়ুন: ‘NRC-তে যারা বাদ পড়বে, তাদের দেশ থেকে বিতাড়িত করা হবে’, বিস্ফোরক বিজেপি নেতা
বিজেপির তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে আসন্ন নির্বাচনে একাই লড়বে দলের প্রার্থী ও চন্দ্রশেখর রাও-এর সঙ্গে জোট বাঁধার যাবতীয় জল্পনা নস্যাৎ করে দিয়েছে বিজেপি ।
রাজ্যের প্রত্যেকটি মানুষকে এই বিরোধী জোটের পাশে থাকার আর্জিও জানিয়েছেন তেলেঙ্গানা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি এন উত্তম কুমার রেড্ডি। রাজ্যের মানুষের স্বার্থেই এই জোট গড়া হয়েছে ও রাজ্যে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতেই সবরকম প্রচেষ্টা চালাবে এই জোট, সংবাদমাধ্যমকে জানিয়েছেন রেড্ডি ।