TRENDING:

নিজের বাড়িতেই বুলডোজার, শপথ নিয়েই কী করলেন তেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী?

Last Updated:

তবে একটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেও রেভান্থ রেড্ডি এবং তাঁর মন্ত্রিসভার সামনে এখন ভোট প্রচারে দেওয়া ছটি গ্যারান্টির প্রতিশ্রুতি পূরণ করার চ্যালেঞ্জ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হায়দ্রাবাদ: মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করলেন তেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি৷ এ দিন শপথ গ্রহণের পরই হায়দ্রাবাদে মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে লোহার ব্যারিকেড ভেঙে ফেললেন মুখ্যমন্ত্রী৷
তেলঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেভান্থ রেড্ডি৷
তেলঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন রেভান্থ রেড্ডি৷
advertisement

এ দিন রেভান্থ রেড্ডির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষ হওয়ার আগেই মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে বুলডোজার, ট্র্যাক্টর নিয়ে এসে লোহার এই কাঠামো ভেঙে ফেলার তোড়জোড় শুরু হয়ে যায়৷ নির্বাচনের প্রচার চলাকালীন রেড্ডি বার বার বলেছিলেন, কংগ্রেস ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে থেকে লোহার এই ব্যারিকেড সরিয়ে ফেলবেন তিনি৷

আরও পড়ুন: তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ রেভান্থ রেড্ডির! অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী মোদি

advertisement

এ দিন প্রথমবারের জন্য তেলঙ্গানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন রেভান্থ রেড্ডি৷ ২০১৪ সালে নতুন রাজ্য ঘোষণা হওয়ার পর তেলঙ্গানার দ্বিতীয় মুখ্যমন্ত্রী হলেন ৫৪ বছর বয়সি রেভান্থ রেড্ডি৷ কে চন্দ্রশেখর রাও-কে ক্ষমতাচ্যুত করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসলেন তিনি৷ তেলঙ্গানায় কংগ্রেসের দুর্দান্ত ফলের কৃতিত্ব অনেকটাই প্রদেশ কংগ্রেস সভাপতি রেভান্থ রেড্ডির বলেও দাবি করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তবে একটি নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করলেও রেভান্থ রেড্ডি এবং তাঁর মন্ত্রিসভার সামনে এখন ভোট প্রচারে দেওয়া ছটি গ্যারান্টির প্রতিশ্রুতি পূরণ করার চ্যালেঞ্জ৷ এই ছটি প্রতিশ্রুতিই কংগ্রেসকে তেলঙ্গানায় সাফল্য পেতে সাহায্য করেছে৷ কিন্তু এই ছয় প্রতিশ্রুতির রক্ষার জন্য অর্থ জোগাড় করাই রেভান্থ রেড্ডি সরকারের কাছে প্রধান চ্যালেঞ্জ৷ এই ছয় প্রতিশ্রুতির অন্যতম তেলঙ্গানার রাজ্য সরকারি বাসগুলিতে মহিলাদের বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
নিজের বাড়িতেই বুলডোজার, শপথ নিয়েই কী করলেন তেলঙ্গানার নতুন মুখ্যমন্ত্রী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল