মার্চ মাসেই এনডিএ জোট ত্যাগ করেছিল চন্দ্রবাবুর দল । আজকের সাক্ষাতের পর শরদ পাওয়ার জানিয়েছেন, বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বিরোধী জোট । সিবিআই, ইডি ও আরবিআই নিয়ে যা করছে বিজেপি সরকার তা দেশের নাগরিকরা দেখতেই পাচ্ছেন, মন্তব্য করেছেন পাওয়ার ।
আরও পড়ুন: বিজেপিকে রুখতে চন্দ্রবাবুর অস্ত্র হতে চলেছে কংগ্রেস !
advertisement
ডিসেম্বরেই বিধানসভা নির্বাচন তেলেঙ্গানায় যেখানে ১১৯টি আসনের ১৪ টি আসনে লড়তে চলেছেন টিডিপি প্রার্থীরা , ৯৫ টি আসনে লড়বেন কংগ্রেস প্রার্থীরা । যদিও , রাজনৈতিকভাবে বরাবর কংগ্রেস বিরোধী দল ছিল টিডিপি তবে সাম্প্রতিককালে সেই অবস্থানের পরিবর্তন ঘটেছে । চন্দ্রবাবুও জানিয়েছিলেন রাজনৈতিক কারণেই এই পরিবর্তন ঘটাতে বাধ্য হয়েছে টিডিপি। দেশকে বাঁচানোর জন্য কংগ্রেস ও অন্য বিরোধী দলগুলির সঙ্গে হাত মিলিয়ে কাজ করা অত্যন্ত প্রয়োজনীয় ।
আরও পড়ুন: বৌদি-বাবা-মামা-পালোয়ান! মধ্যপ্রদেশে নেতা-নেত্রীদের আসল নামে কম লোকই চেনেন
রাজনৈতিক মহলের মতে কং গ্রেসের সঙ্গে জোট টিডিপির জন্য গুরুত্বপূর্ণ কারণ জগন মোহন রেড্ডীর ওয়াইএসআর কংগ্রেসের ভোটের একটা বড় অংশই দখল করতে চায় তেলুগু দেশম পার্টি ।