TRENDING:

CoWIN Portal: ভয়ঙ্কর কাণ্ড! করোনার কো-উইন অ্যাপ থেকে ‘ফাঁস’ আপনার-আমার ব্যক্তিগত তথ্য? কী বলছে কেন্দ্র..

Last Updated:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (MoHFW) এই COWIN অ্যাপটি তৈরি করেন৷ মন্ত্রকেরই মালিকানাধীন এই অ্যাপ, সরকারি ভাবেই পরিচালিত হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: করোনার টিকা নথিভুক্তিকরণের অ্যাপ কো-উইন থেকে ‘চুরি’ হয়েছে সাধারণ মানুষের ব্যক্তিগত তথ্য! অভিযোগ, সোশ্যাল মিডিয়া সংস্থা টেলিগ্রামের মাধ্যমে কিছুক্ষণের জন্যে হলেও ‘ফাঁস’ হয়েছে আপনার-আমার নাম-ধাম-ঠিকানা৷ এমন ভয়ঙ্কর অভিযোগ আসার পর পরই আতঙ্ক ছড়ায় সব মহলে৷ অবশেষে এ নিয়ে বিবৃতি জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক৷
advertisement

করোনা প্রতিরোধে ভারতীয়দের প্রত্যেকেই কোনও না কোনও সময়ে এই সরকারি কো-উইন অ্যাপে নথিভুক্ত করেছেন তাঁদের নাম, ঠিকানা, বয়স, জন্ম তারিখ৷ এতে রয়েছে আমাদের আধার কার্ডের যাবতীয় তথ্যও৷ সেই তথ্যই নাকি ফাঁস হয়ে গেছে সোশ্যাল মিডিয়ায়৷ লক্ষ লক্ষ ভারতীয়ের তথ্য নিমেষেই চলে গিয়েছে দুষ্কৃতীদের হাতে৷ তবে কোনও ভারতীয়ের ব্যক্তিগত তথ্যই কি আর ব্যক্তিগত নয়? কী বলছে কেন্দ্র?

advertisement

আরও পড়ুন: বাঁকুড়ায় ‘আক্রান্ত’ সায়ন্তিকার পায়লট কার! মনোনয়ন জমা ঘিরে তুলকালাম কাণ্ড, বিক্ষোভে সৌমিত্র খাঁ

অবশেষে, এ নিয়ে প্রতিক্রিয়া জানাল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক৷ স্বাস্থ্যমন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, এই সমস্ত তথ্যেরই কোনও ভিত্তি নেই৷ জনমানসে ভয় ছড়াতেই ইচ্ছাকৃত ভাবে এই খবর ছড়ানো হয়েছে৷ এছাড়া, গোটা বিষয়টি তদন্ত করে দেখে রিপোর্ট জমা দেওয়ার জন্য CERT-কে আবেদন জানানো হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রক৷

advertisement

আরও পড়ুন: ৪ লাখ টাকায় ঝাড়ুদারের চাকরি, ৬ লাখেই ইঞ্জিনিয়ার! এবার ‘ফাঁস’ পুর নিয়োগের রেট-চার্ট

এদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়, ‘‘স্বাস্থ্যমন্ত্রকের কো-উইন পোর্টাল অত্যন্ত নিরাপদ৷ এখানে সমস্ত মানুষের ব্যক্তিগত তথ্য অত্যন্ত সুরক্ষিত অবস্থায় রয়েছে৷ ওয়েব অ্যাপ্লিকেশন ফায়ারওয়েল, অ্যান্টি-ডিডিওএস, এসএসএল/টিএলএস, নিয়মিত দুর্বলতা মূল্যায়ন, আইডেন্টিটি এবং অ্যাক্সেস ম্যানেজমেন্ট, ইত্যাদির মাধ্যমে Co-WIN পোর্টালে নিরাপত্তা নিশ্চিত করা হয়৷ শুধুমাত্র OTP র মাধ্যমে ডেটা অ্যাক্সেস পাওয়া যায়। CoWIN পোর্টালে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সমস্ত রকমের পদক্ষেপ করা হচ্ছে এবং ভবিষ্যতেও হবে৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

করোনাকালে টিকাকরণ প্রক্রিয়া সহজ করার জন্য এই COWIN অ্যাপ লঞ্চ করা হয়েছিল৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক (MoHFW) এই COWIN অ্যাপটি তৈরি করেন৷ মন্ত্রকেরই মালিকানাধীন এই অ্যাপ, সরকারি ভাবেই পরিচালিত হয়৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
CoWIN Portal: ভয়ঙ্কর কাণ্ড! করোনার কো-উইন অ্যাপ থেকে ‘ফাঁস’ আপনার-আমার ব্যক্তিগত তথ্য? কী বলছে কেন্দ্র..
Open in App
হোম
খবর
ফটো
লোকাল