এবারের ভোটে দু’টি বিধানসভা কেন্দ্র থেকে লড়ছেন কে চন্দ্রশেখর রাও। একটি কেন্দ্র কামারেড্ডি। অন্যটি গজওয়েল। সাম্প্রতিক ট্রেন্ডে, কামারেড্ডি থেকে পিছিয়ে কেসিআর। তবে অপর কেন্দ্র গজওয়েল থেকে এগিয়ে রয়েছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন: চন্দ্রশেখরের ধরাশায়ী হওয়ার ইঙ্গিত! এই প্রথম নতুন ‘হাতে’ তেলঙ্গানা?স্পষ্ট ট্রেন্ড
হায়দরাবাদে কংগ্রেস নেতা মাল্লু রবি বলেন, ‘কংগ্রেস রাজ্যে ৭৫ থেকে ৯৫টি আসনে জিতবে। বিআরএস ১৫ থেকে ২০টি আসন পেতে পারে। বিজেপি ৬-৭টি আসন পেতে পারে।’ এতটা না হলেও এখনই যা পরিস্থিতি, তাতে তেলঙ্গানায় সরকার গড়া কংগ্রেসের কাছে প্রায় নিশ্চিত।
advertisement
আরও পড়ুন: বড় খবর! বাতিল বহু ট্রেন, দেখে নিন আপনার ট্রেন আছে কিনা সেই তালিকায়?
দেশের সবথেকে নবীন রাজ্য তেলঙ্গানা। বিগত প্রায় এক দশক ধরে এই রাজ্য ক্ষমতায় আছেন কে চন্দ্রশেখর রাও। কার্যত বিনা চ্যালেঞ্জেই গত দু’টি নির্বাচনে এই রাজ্যে নিজের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি। তবে ২০২৩ সালের ভোটের প্রেক্ষাপটটি ভিন্ন। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে এই রাজ্যে। বিজেপি এবং কংগ্রেসের মতো সর্বভারতীয় দল কেসিআর-এর বিরুদ্ধে লড়াই করেছে। রাজ্য জুড়ে ত্রিমুখী লড়াই হয়েছে এখানে। কিন্তু এখনও পর্যন্ত যা পরিস্থিতি সরকার গড়ার পথে কংগ্রেসই।