কিন্তু কোন শর্তে ফের কাছাকাছি এলেন নীতীশ- তেজস্বী? সূত্রের খবর, সমঝোতার আগে সরকার গঠন নিয়ে দু' পক্ষের মধ্যে একদফা আলোচনা হয়ে গিয়েছে৷ নীতীশ কুমার যে নতুন সরকারেও মুখ্যমন্ত্রী থাকছেন, তা বলার অপেক্ষা রাখে না৷ মহাজোটের নেতা নির্বাচিত করা হয়েছে নীতীশকেই৷ তবে উপমুখ্যমন্ত্রীর পদ তেজস্বীকে ছাড়তে হয়েছে৷ লালুর বড় ছেলে তেজপ্রতাপ যাদবও মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন বলে খবর৷
advertisement
আরও পড়ুন: পাশা যাই হোক, 'বাজি' জিতবেন তিনিই! রাজ্যপালের সঙ্গে দেখা করে ইস্তফা দিলেন নীতীশ কুমার
পাশাপাশি বিধানসভার অধ্যক্ষের পদটিও সম্ভবত পাচ্ছে আরজেডি-ই৷ সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রকও তাঁর হাতে দিতে হবে বলে নীতীশকে শর্ত দিয়েছেন তেজস্বী৷
তবে মন্ত্রিসভায় আরজেডি-র যে কয়েকজনই থাকুন না কেন, কে কোন দফতর পাবেন সেই সিদ্ধান্ত নেবেন নীতীশই৷ ইতিমধ্যেই রাজ ভবনে গিয়ে ইস্তফাপত্র জমা দিয়েছেন নীতীশ৷ রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন তেজস্বী যাদবও৷ ফলে বিহারে নতুন মহাজোট সরকার গঠন এখন সময়ের অপেক্ষা৷