আরও পড়ুন– দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি ও উত্তরে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা, বাড়বে তাপমাত্রাও
পথ পরিবর্তন করার ফলে ট্রেনের সময়সূচি ও মোট যাত্রা সময়েও পরিবর্তন ঘটেছে। ট্রেন নং. ২০৫০১ (আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল) ১৫ জানুয়ারি, ২০২৪, সোমবার ১৫.১০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিয়ে বুধবার ১০.৫০ ঘণ্টায় নিজের গন্তব্যস্থল দিল্লির আনন্দ বিহার টার্মিনালে পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ২০৫০২ (আনন্দ বিহার টার্মিনাল-আগরতলা) বুধবার ১৯.৫০ ঘণ্টায় দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে শুক্রবার ১৫.৪০ ঘণ্টায় নিজের গন্তব্যস্থল ত্রিপুরার আগরতলা পৌঁছবে।
advertisement
আরও পড়ুন-রাশিফল ৫ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন
ট্রেনটি মালদা টাউন, ভাগলপুর ও জামালপুরের মতো পশ্চিমবঙ্গ ও বিহারের গুরুত্বপূর্ণ স্টেশনগুলি হয়ে চলাচল করবে, তাই দেশের রাজধানীর সাথে ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের ভৌগোলিক সংযোগ বৃদ্ধি হবে। এর ফলে নতুন করে সংযুক্ত স্থানগুলির আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নতি ঘটবে। বহু মানুষ বাংলা ও ত্রিপুরার মধ্যে যাতায়াত করেন ৷ সকলের পক্ষে এই দুই রাজ্যে বিমানে করে যাতায়াত করা সম্ভব নয় ৷ তাই অনেকেই ট্রেন পথে যাতায়াত করেন ৷ ফলে ট্রেন ব্যবস্থা উন্নতি করা হচ্ছে ৷
উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্রে ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।
আরও খবর পড়তে ফলো করুন