TRENDING:

Tejas Rajdhani: যাত্রাপথ পরিবর্তন হল এই তেজস রাজধানীর, একবার জেনে নিন বিশদে

Last Updated:

চার রাজ্যের মানুষ এর ফলে সুবিধা পাবেন ৷ 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আবীর ঘোষাল, আগরতলা: আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস-এর যাত্রাপথ পরিবর্তিত। পূর্ণ হল বৃহৎ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি। আগরতলা ও আনন্দ বিহার টার্মিনালের মধ্যে চলাচল করা তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি নিজের রুট পরিবর্তন করে ১৫ জানুয়ারি থেকে মালদা টাউন, ভাগলপুর জং, জামালপুর জং, ভায়া পটনা জংশন হয়ে চলাচল করবে। নতুন এই পরিবর্তিত পথ পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের এক বৃহৎ অঞ্চলের জনগণের দীর্ঘদিনের দাবি পূরণ করবে, এর আগে এই বিশাল অঞ্চলের জনগণের কাছে রাজধানী এক্সপ্রেসে যাত্রা করার সুযোগ ছিল না।
যাত্রাপথ পরিবর্তন হল এই তেজস রাজধানীর, একবার জেনে নিন বিশদে
যাত্রাপথ পরিবর্তন হল এই তেজস রাজধানীর, একবার জেনে নিন বিশদে
advertisement

আরও পড়ুন– দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি ও উত্তরে বৃষ্টির সঙ্গে তুষারপাতের সম্ভাবনা, বাড়বে তাপমাত্রাও

পথ পরিবর্তন করার ফলে ট্রেনের সময়সূচি ও মোট যাত্রা সময়েও পরিবর্তন ঘটেছে। ট্রেন নং. ২০৫০১ (আগরতলা-আনন্দ বিহার টার্মিনাল) ১৫ জানুয়ারি, ২০২৪, সোমবার ১৫.১০ ঘণ্টায় আগরতলা থেকে রওনা দিয়ে বুধবার ১০.৫০ ঘণ্টায় নিজের গন্তব্যস্থল দিল্লির আনন্দ বিহার টার্মিনালে পৌঁছবে। একইভাবে, ট্রেন নং. ২০৫০২ (আনন্দ বিহার টার্মিনাল-আগরতলা) বুধবার ১৯.৫০ ঘণ্টায় দিল্লির আনন্দ বিহার টার্মিনাল থেকে রওনা দিয়ে শুক্রবার ১৫.৪০ ঘণ্টায় নিজের গন্তব্যস্থল ত্রিপুরার আগরতলা পৌঁছবে।

advertisement

আরও পড়ুন-রাশিফল ৫ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

ট্রেনটি মালদা টাউন, ভাগলপুর ও জামালপুরের মতো পশ্চিমবঙ্গ ও বিহারের গুরুত্বপূর্ণ স্টেশনগুলি হয়ে চলাচল করবে, তাই দেশের রাজধানীর সাথে ত্রিপুরা, অসম, পশ্চিমবঙ্গ ও বিহার রাজ্যের ভৌগোলিক সংযোগ বৃদ্ধি হবে। এর ফলে নতুন করে সংযুক্ত স্থানগুলির আর্থ-সামাজিক ব্যবস্থার উন্নতি ঘটবে। বহু মানুষ বাংলা ও ত্রিপুরার মধ্যে যাতায়াত করেন ৷ সকলের পক্ষে এই দুই রাজ্যে বিমানে করে যাতায়াত করা সম্ভব নয় ৷ তাই অনেকেই ট্রেন পথে যাতায়াত করেন ৷ ফলে ট্রেন ব্যবস্থা উন্নতি করা হচ্ছে ৷

advertisement

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্রে ও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোসিয়াল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

আরও খবর পড়তে ফলো করুন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

বাংলা খবর/ খবর/দেশ/
Tejas Rajdhani: যাত্রাপথ পরিবর্তন হল এই তেজস রাজধানীর, একবার জেনে নিন বিশদে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল