TRENDING:

এই প্রথম বেসরকারিকরণের পথে ভারতীয় রেল, বেসরকারি মালিকানায় প্রথম ছুটবে এই এক্সপ্রেসটি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বেসরকারিকরণের পথে প্রথম পদক্ষেপ ফেলল ভারতীয় রেল ৷ আর কিছুদিনের মধ্যেই রেল লাইনে গড়াবে বেসরকারি মালিকানার প্রথম এক্সপ্রেসটি ৷ লখনউ থেকে দিল্লিগামী তেজস এক্সপ্রেস এমন ট্রেন হতে চলেছে যা সম্পূর্ণ বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হবে। বিভিন্ন রেল ইউনিয়নের বিরোধ সত্ত্বেও ভারতীয় রেল এই সিদ্ধান্থ নিয়েছে ৷ আগামী ১০০ দিনের মধ্যে মোট দু’টি ট্রেনকে বেসরকারি হাতে তুলে দেওয়া হবে বলে জানা যাচ্ছে ৷ দিল্লি লখনউ রুটে বর্তমানে ৫৩টি ট্রেন চললেও এখনও পর্যন্ত এই রুটে রাজধানী জাতীয় কোনো ট্রেন নেই। তেজস এক্সপ্রেস সেই অভাবটা পূরণ করবে বলেই আশা ৷ নিলাম পদ্ধতির মধ্যে দিয়ে এই ট্রেনটিকে বেসরকারি সংস্থার পরিচালনায় ছেড়ে দেবে রেল মন্ত্রক। এমনই আরও একটি রুট খুঁজছে ভারতীয় রেল কর্তৃপক্ষ। সেই রুটের একটি ট্রেনকেও বেসরকারি হাতে তুলে দেওয়া হবে।
advertisement

১০০ দিনের মধ্যে বেসরকারি হাতে এই ট্রেন পরিষেবা চালু হবে। তবে তেজস ও অন্য যে রুট বেছে নেওয়া হবে সেই রুটের ট্রেন, ২টিই ৫০০ কিলোমিটারের মধ্যে যাতায়াত করবে। তেজস এক্সপ্রেস তৈরি হয়েছে বিলাসবহুলভাবে। ট্রেনে রয়েছে ওয়াইফাই, বই পড়ার জন্য আলো, আরামদায়ক গদিমোড়া বসার আসন, বিমানের মত ব্যক্তিগত এলইডি স্ক্রিন যেখানে বিনোদন ও তথ্য সবই ইচ্ছামত পাবেন যাত্রীরা, বায়ো টয়লেট, মোবাইল চার্জের জন্য পয়েন্ট সহ আরও নানা সুবিধা। রেলওয়ে কর্তৃপক্ষ সেই রুটকেই বেসরকারি হাতে দিচ্ছে যে রুট ২টি পর্যটন ক্ষেত্রকে জুড়বে। দিল্লি থেকে বিকেল ৩টে ৩৫ মিনিটে ছেড়ে লখনউ জংশন পৌঁছবে রাত ১০টা ৫ মিনিটে। সপ্তাহে ৫ দিন এই ট্রেন যাতায়াত করবে। কেবল বৃহস্পতিবার ও রবিবার চলবে না।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
এই প্রথম বেসরকারিকরণের পথে ভারতীয় রেল, বেসরকারি মালিকানায় প্রথম ছুটবে এই এক্সপ্রেসটি