প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই কিশোর বৃহস্পতিবার ট্রেডমিলে দৌড়োচ্ছিলেন। সেই সময় হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন। শরীর ঝিমঝিম করছিল তাঁর। এরপরেই জ্ঞান হারান। জিমের সতীর্থরা এসে দেখেন তরুণের কোনও জ্ঞান নেই, চোখও খুলছে না। এরপর কোনো সময় নষ্ট না করে তড়িঘড়ি তাঁকে জিমে নিয়ে যাওয়া হয়। তখনই চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। জিম ট্রেনার অবশ্য জানিয়েছেন, তিনি প্রথমবার এই তরুণকে তাঁর জিমে দেখেছিলেন। ফলে তাঁর সম্পর্কে কোনও তথ্য তাঁর কাছে নেই।
advertisement
আরও পড়ুনঃ সাগরে ঘূর্ণাবর্ত কতটা ঘণীভূত? ফের আবহাওয়া বদল? কবে ফের ধেয়ে আসতে পারে কালবৈশাখী? আলিপুরের আপডেট
প্রাথমিক চিকিৎসার পরে চিকিৎসকদের অনুমান, অতিরিক্ত ব্যায়ামের কারণে সে অসুস্থ হয়ে থাকতে পারে। রায়পুরের এসপি লখন প্যাটেল জানিয়েছেন, দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আপাতত ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে পুলিশ।