Weather: সাগরে ঘূর্ণাবর্ত কতটা ঘণীভূত? ফের আবহাওয়া বদল? কবে ফের ধেয়ে আসতে পারে কালবৈশাখী? আলিপুরের আপডেট
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:Saikat Shee
Last Updated:
Weather: রবিবার থেকে মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। সঙ্গে বিক্ষিপ্তভাবে কালবৈশাখীর পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
*ভারতবর্ষের মূল ভূখণ্ডে চলতি বছর ৩১ মে বর্ষা প্রবেশ করবে। সাধারণত ১ জুন থেকে ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে। তবে আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, চলতি সপ্তাহে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই তাপমাত্রা বাড়বে। বাড়বে সাধারণ মানুষের আর্দ্রতা জনিত অস্বস্তি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবারও স্বাভাবিকের থেকে অনেকটাই বাড়বে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*মৌসম ভবনে রিপোর্ট অনুযায়ী, চলতি সপ্তাহের শেষে বঙ্গোপসাগরে ঘূর্ণবাত সৃষ্টি হওয়ার কথা জানিয়েছে মৌসম ভবন। যা পরে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। রবিবার থেকে আবহাওয়া বদলের কথা জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। সোম ও মঙ্গলবার আবহাওয়া বদলে আবারও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
*বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায়। আজ দুপুর আড়াইটে রেকর্ড করা তাপমাত্রা বলছে, শহর কলকাতায় ওইসময় তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে ৩৮.১, ক্যানিং-এ ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস এবং ডায়মন্ডহারবারে তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি।