২০১৯ লোকসভা নির্বাচনের জন্য জোটবধ হয়েছে জেডি(এস) ও টিডিপি । উপ-নির্বাচনেও বড় সাফল্য পেয়েছে কংগ্রেস-জেডি(এস) জোট । কর্ণাটকের সাফল্যের নিদর্শন দেখিয়েই চন্দ্রবাবু জানিয়েছেন বিরোধী জোটের সামনে বিজেপি নিতান্তই দুর্বল ।
দেশকে বাঁচিয়ে তোলা প্রথম গুরুত্বপূর্ণ কাজ, প্রধানমন্ত্রীর আসনে কে বসবেন সেই সিদ্ধান্ত পরে নেওয়া যাবে, মন্তব্য করেছেন চন্দ্রবাবু । মোদি সরকারকে আক্রমণ করেছে দেব গৌড়া। তিনি জানিয়েছেন দেশের সর্বোচ সংস্থাগুলিকেও দুর্নীতিগ্রস্ত করে তুলেছে বিজেপি ও এই ধারা বন্ধ করতেই বিরোধী জোট গড়ে তোলা অত্যন্ত জরুরি ।
advertisement
Location :
First Published :
November 09, 2018 8:02 AM IST