TRENDING:

এনডিএ থেকে টিডিপির বেরিয়ে আসা দুর্ভাগ্যজনক: অমিত শাহ

Last Updated:

অন্ধ্রপ্রদেশের জন্য ‘স্পেশাল স্টেটাস’ কিংবা রাজ্যকে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন চন্দ্রবাবু নাইডু ৷ কেন্দ্র সেই দাবি না মেটানোয় বিজেপির জোটসঙ্গী তথা উত্তরপ্রদেশের মূল শাসক দল তেলেগু দেশম পার্টি বেরিয়ে এসেছে এনডিএ থেকে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অন্ধ্রপ্রদেশের জন্য ‘স্পেশাল স্টেটাস’ কিংবা রাজ্যকে ‘বিশেষ মর্যাদা’ দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন চন্দ্রবাবু নাইডু ৷ কেন্দ্র সেই দাবি না মেটানোয় বিজেপির জোটসঙ্গী তথা উত্তরপ্রদেশের মূল শাসক দল তেলেগু দেশম পার্টি বেরিয়ে এসেছে এনডিএ থেকে ৷ এই প্রসঙ্গে অবশেষে মৌনতা ভাঙলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ তিনি বলেন, চন্দ্রবাবু নাইডুর এই সিদ্ধান্ত একেবারেই দুর্ভাগ্যজনক এবং একতরফা ৷
advertisement

আরও পড়ুনএকের পর এক বিতর্কে অচল রাজ্যসভা, ক্ষুব্ধ নাইডু সাংসদদের সঙ্গে বাতিল নৈশভোজ

গোরখপুর এবং ফুলপুর উপনির্বাচনে জোড়া হারের পর মুখ থুবড়ে পড়েছিল বিজেপি ৷ অপরদিকে, আঞ্চলিক শক্তিগুলিও ফেডারেল ফ্রন্ট গঠনের দাবিতে সরব হচ্ছিল ৷ এহেন অবস্থায় ফের আশার আলো দেখল গেরুয়া শিবির ৷ উত্তরপ্রদেশ রাজ্যসভার ১০টি আসনের মধ্যে ৯টি আসনেই জিতেছে গেরুয়া শিবির ৷ বিপুল পরিমাণে ভোটে জেতার পরই তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডুকে চিঠি লিখলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ৷ চিঠিতে তিনি টিডিপির প্রধানকে জানিয়েছেন, টিডিপি প্রধানের সিদ্ধান্তে তিনি উদ্বিগ্ন ৷ কারণ এই সিদ্ধান্তটি একেবারেই একতরফা ৷ রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার জেরে রাজ্যের উন্নয়ন বিঘ্নিত হতে পারে ৷ এমনটাই দাবি অমিত শাহের ৷

advertisement

আরও পড়ুন:  রাজ্যসভায় চার আসনেই জয় তৃণমূল কংগ্রেসের

একইসঙ্গে অমিত শাহ আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্ধ্রপ্রদেশের উন্নয়নের জন্য সমস্তরকম সহায়তা করেছেন ৷ আর সেই বিষয়টি সকলেই জানেন ৷ এমনকী, বিশেষ মর্যাদায় যে রকম আর্থিক সুযোগ-সুবিধা মেলে, অন্ধ্রপ্রদেশকে আমরা সেই রকম আর্থিক প্যাকেজই দেওয়া হবে বলে জানিয়েছিলেন অমিত শাহ ৷ কিন্তু তারপরেও চিঁড়ে ভেজেনি ৷ কারণ কেন্দ্র জানিয়ে দিয়েছিল, অন্ধ্রপ্রদেশকে বিশেষ মর্যাযা দেওয়া সম্ভব নয় ৷ আর এর পরেই টানাপোড়েন বাড়ছিল দুই শরিকের মধ্যে ৷ এরপর অবশেষে জোট ভেঙে বেরিয়ে আসে টিডিপি ৷

advertisement

আরও পড়ুন:  শহিদদের সন্তানের পড়াশুনার সব খরচ বহন করবে কেন্দ্র

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

উল্লেখ্য, সংসদে নাইডুর দল কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার চেষ্টা জারি রেখেছেন ৷ অপরদিকে, এআইডিএমকে এবং টিআরএস সাংসদেরা ওয়েলে নেমে প্রতিবাদ জানাচ্ছেন ৷ তার জেরে সংসদ কার্যত অচল ৷

বাংলা খবর/ খবর/দেশ/
এনডিএ থেকে টিডিপির বেরিয়ে আসা দুর্ভাগ্যজনক: অমিত শাহ