একের পর এক বিতর্কে অচল রাজ্যসভা, ক্ষুব্ধ নাইডু সাংসদদের সঙ্গে বাতিল নৈশভোজ
Last Updated:
এআইডিএমকে এবং টিআরএস সাংসদেরা ওয়েলে নেমে প্রতিবাদ জানাচ্ছেন ৷ তার জেরে সংসদ কার্যত অচল ৷ এতে দেশের অগ্রগতিও ব্যহত হচ্ছে ৷
#নয়াদিল্লি: এআইডিএমকে এবং টিআরএস সাংসদেরা ওয়েলে নেমে প্রতিবাদ জানাচ্ছেন ৷ তার জেরে সংসদ কার্যত অচল ৷ এতে দেশের অগ্রগতিও ব্যহত হচ্ছে ৷ সেই কারণে ক্ষুব্ধ উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু ৷ সাংসদদের নিয়ে নৈশভোজও বাতিল করেছেন তিনি ৷
সূত্রের খবর, বুধবার নৈশভোজের আয়োজন করা হয়েছিল ৷ এমনকী, সকল সাংসদদের আমন্ত্রনও জানান হয়েছিল ৷ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকেও বিষয়টি বলা হয়েছিল ৷ কিন্তু মঙ্গলবার রাতেই একেবারে শেষ মুহূর্তে পুরো অনুষ্ঠান বাতিল করেন বেঙ্কাইয়া নাইডু ৷
নাইডু জানিয়েছেন, বিরোধীদের অনাস্থা প্রস্তাবের পাশাপাশি ইরাকে ভারতীয় হত্যা ৷ একের পর এক ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে সংসদ ৷ তবে, তিনি আশা করেছিলেন মঙ্গলবারের মধ্যে সমস্ত বিতর্ক থেমে যাবে ৷ কিন্তু তা না হওয়ার জন্যই সংসদে নৈশভোজ বাতিল করলেন বেঙ্কাইয়া ৷
advertisement
Location :
First Published :
March 21, 2018 10:02 AM IST