Home /News /national /

একের পর এক বিতর্কে অচল রাজ্যসভা, ক্ষুব্ধ নাইডু সাংসদদের সঙ্গে বাতিল নৈশভোজ

একের পর এক বিতর্কে অচল রাজ্যসভা, ক্ষুব্ধ নাইডু সাংসদদের সঙ্গে বাতিল নৈশভোজ

File Photo

File Photo

এআইডিএমকে এবং টিআরএস সাংসদেরা ওয়েলে নেমে প্রতিবাদ জানাচ্ছেন ৷ তার জেরে সংসদ কার্যত অচল ৷ এতে দেশের অগ্রগতিও ব্যহত হচ্ছে ৷

 • Share this:

  #নয়াদিল্লি: এআইডিএমকে এবং টিআরএস সাংসদেরা ওয়েলে নেমে প্রতিবাদ জানাচ্ছেন ৷ তার জেরে সংসদ কার্যত অচল ৷ এতে দেশের অগ্রগতিও ব্যহত হচ্ছে ৷ সেই কারণে ক্ষুব্ধ উপ রাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু ৷ সাংসদদের নিয়ে নৈশভোজও বাতিল করেছেন তিনি ৷

  সূত্রের খবর, বুধবার নৈশভোজের আয়োজন করা হয়েছিল ৷ এমনকী, সকল সাংসদদের আমন্ত্রনও জানান হয়েছিল ৷ প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকেও বিষয়টি বলা হয়েছিল ৷ কিন্তু মঙ্গলবার রাতেই একেবারে শেষ মুহূর্তে পুরো অনুষ্ঠান বাতিল করেন বেঙ্কাইয়া নাইডু ৷

  নাইডু জানিয়েছেন, বিরোধীদের অনাস্থা প্রস্তাবের পাশাপাশি ইরাকে ভারতীয় হত্যা ৷ একের পর এক ঘটনায় স্তব্ধ হয়ে গিয়েছে সংসদ ৷ তবে, তিনি আশা করেছিলেন মঙ্গলবারের মধ্যে সমস্ত বিতর্ক থেমে যাবে ৷ কিন্তু তা না হওয়ার জন্যই সংসদে নৈশভোজ বাতিল করলেন বেঙ্কাইয়া ৷

  First published:

  Tags: Rajya Sabha, Venkaiah Naidu

  পরবর্তী খবর