TRENDING:

Tata Steel: কুর্নিশ! করোনায় কর্মীর মৃত্যু হলে ৬০ বছর পর্যন্ত পরিবারকে বেতন দেবে টাটা স্টিল

Last Updated:

করোনায় কোনও কর্মচারীর মৃত্যু হলে তাঁর ৬০ বছর বয়স পর্যন্ত তাঁর পরিবারকে পূর্ণ মাসিক বেতন দেওয়া হবে টাটা স্টিলের পক্ষ থেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রাঁচি: দেশের এই প্রথম কোনও বেসরকারি, কর্পোরেট সংস্থা এমন যুগান্তকারী সিদ্ধান্ত নিল । করোনায় মৃত কর্মী ও তাঁর পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিল টাটা স্টিল । দেশ জুড়ে চলছে করোনার দ্বিতীয় ঢেউ । টাটায় কর্মরত অনেক কর্মীরাই আক্রান্ত হয়েছেন করোনাতে । কেউ কেউ আবার হারিয়েছেন পরিবার-প্রিয়জনকে । পরিবারের রোজগেরে মানুষটি অকালে চলে গেলে আপরিসীম শোকের পাশাপাশি গ্রাস করে নেয় জীবন যুদ্ধে হেরে যাওয়ার ভয়ও । এক ধাক্কায় পরিবারের রোজগার অনেকটা কমে গেলে খুব স্বাভাবিকভাবেই চরম দুর্দশায় পড়তে হয় একটা গোটা সংসারকে । সেই সমস্ত দিক বিচার বিবেচনা করেই এ বার প্রশংসামূলক পদক্ষেপ গ্রহণ করল টাটা স্টিল ।
advertisement

সংস্থার তরফে এ দিন জানানো হয়, করোনায় কোনও কর্মচারীর মৃত্যু হলে তাঁর ৬০ বছর বয়স পর্যন্ত তাঁর পরিবারকে পূর্ণ মাসিক বেতন দেওয়া হবে । সঙ্গে চিকিৎসা ও বসবাস সংক্রান্ত যে যে সুবিধা তিনি পেতেন, সবটাই তাঁর পরিবারকেও প্রদান করা হবে । এ ছাড়াও মৃতের সন্তানদের পড়াশোনার সমস্ত দায়ভারও তারাই গ্রহণ করবে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

এ দিন টাটার তরফে একটি ট্যুইট করা হয়েছে । সেই ট্যুইটে তারা জানিয়েছে, একটি সামাজিক সুরক্ষা স্কিম চালু করা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে । আর তাতে করোনায় মৃত কর্মীদের পরিবারের পাশে নিঃস্বার্থভাবে দাঁড়ানোর চেষ্টা করবে টাটা স্টিল । শুধু তাই নয়, দেশের অন্যান্য বেসরকারি কোম্পানিকেও তারা অনুরোধ জানিয়েছে এ ভাবেই সকলের পাশে দাঁড়ানোর ।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Tata Steel: কুর্নিশ! করোনায় কর্মীর মৃত্যু হলে ৬০ বছর পর্যন্ত পরিবারকে বেতন দেবে টাটা স্টিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল