TRENDING:

তসলিমাকে ঘিরে প্রতিবাদ, ঔরঙ্গাবাদ বিমান বন্দর থেকেই ফেরত এলেন লেখিকা !

Last Updated:

ফের বিতর্কে লেখিকা তসলিমা নাসরিন ৷ এবার ঔরঙ্গাবাদে তসলিমাকে নিয়ে শুরু হল প্রতিবাদ মিছিল ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ঔরঙ্গাবাদ: ফের বিতর্কে লেখিকা তসলিমা নাসরিন ৷ এবার ঔরঙ্গাবাদে তসলিমাকে নিয়ে শুরু হল প্রতিবাদ মিছিল ৷ আর এই প্রতিবাদের চোটেই ঔরঙ্গাবাদ বিমান বন্দর থেকে মুম্বইয়ে ফিরে এলেন তসলিমা ৷
advertisement

খবর অনুযায়ী, অজন্তা-ইলোরা দর্শনের জন্যই ব্যক্তিগত সফরে ঔরঙ্গাবাদ এসেছিলেন তসলিমা ৷ কিন্তু বিমান বন্দের বাইরে পা রাখার আগেই তাকে ঘিরে শুরু হয় প্রতিবাদ ৷ একদল মানুষ বিমান বন্দরের বাইরে ‘তসলিমা গো ব্যাক’ ধ্বনিতে প্রতিবাদ শুরু করে ৷ এই অবস্থায় পুলিশের অনুরোধেই বিমান বন্দর থেকে মুম্বই ফিরে আসেন লেখিকা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামবাসীদের মশাল হাতে প্রতিরোধ, 'লেজ গুটিয়ে' পালিয়েছিল ডাকাতদল! এখন চলছে সেই নিয়ম
আরও দেখুন

ঔরঙ্গাবাদের বিধায়ক ইমতিয়াজ সইদ এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে জানান, ‘লেখিকা ইসলাম ধর্মের অবমাননা করেছেন ৷ এই ধরণের মানুষকে পবিত্র ঔরঙ্গাবাদে মাটিতে পা দিতে আমরা দেব না ৷ তাই এখানে ওর না আসাই ভালো !’

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
তসলিমাকে ঘিরে প্রতিবাদ, ঔরঙ্গাবাদ বিমান বন্দর থেকেই ফেরত এলেন লেখিকা !