ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুতে । সে রাজ্যেও রয়েছে বিধানসভা নির্বাচন । আর সে কারণেই ভোটের দামামা বেজে গিয়েছে দক্ষিণের এই রাজ্যেও । আর তাই প্রার্থীদের ‘আজব’ কাণ্ড-কারখানা ঘটেই চলেছে । কেউ জনতার জামাকাপড় কেচে দিচ্ছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন ভোটে জিতলেই বিনামূল্যে দেওয়া হবে ওয়াশিং মেশিন । কেউ আবার ইস্তেহারে লিখেছেন ভোটে জয় পেলে পরিবার পিছু ফ্রি হেলিকপ্টার, আইফোন, তিনতলা বাড়ি, ১ কোটি টাকা, চাঁদের ভ্রমণের সুযোগ দেবেন ।
advertisement
তবে AIADMK-এর এই প্রার্থী আবার ভোটারদের মন জয় করতে সব্জি বিক্রি করতে শুরু করলেন রাস্তার ধারে বসে । আরকে জয়রাম নামের ওই প্রার্থী তামিলনাড়ুর বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন । আগামী ৬ এপ্রিল থেকে ভোট শুরু হচ্ছে দক্ষিণের এই রাজ্যে । বুধবার কোয়েম্বাতুরের বাজারে বসে দোকানদার থেকে থেকে জিনিসপত্র নিয়ে নিজেই সব্জি বিক্রি করতে শুরু করেন জয়রাম । সকলকে প্রতিশ্রুতি দেন, তাঁদের পার্টি ফের তামিলনাড়ুতে ক্ষমতায় এলে ব্যবসায়ীদের জন্য আকর্ষণীয় স্কিম আনা হবে ।
তামিলনাড়ুতে AIADMK-র মুখ্যমন্ত্রী পালানিস্বামী’র বিরুদ্ধে বিধানসভায় লড়ছেন DMK-র টি সম্পথ কুমার । এ দিন প্রচারের উদ্দেশ্য একটি বিড়ি তৈরির কারখানায় গিয়েছিলেন তিনি । সেখানে গিয়ে বিড়ি শ্রমিকদের উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মহিলাদের সঙ্গে বিড়ি বাঁধার কাজেও হাত লাগান সম্পথ কুমার । অন্যদিকে, নির্দল প্রার্থী অভিনেতা মনসুর আলি খান ভোট চাইতে বসে পড়েছেন আবর্জনার স্তূপের সামনে । থোন্ডামুথুর এলাকায় পেরুর মন্দিরের সামনে ছেঁড়া জামা পরে ডাস্টবিনের সামনে বসে পথকুকুরের সঙ্গে খেলা করতে করতে ভোট চাইতে দেখা গিয়েছে তাঁকে ।