TRENDING:

তামিলনাড়ু মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানায় উদ্ধার নতুন নোটে ৩০ লক্ষ টাকা ও ৫ কেজি সোনা

Last Updated:

তামিলনাড়ু মুখ্যসচিব পি রামা মোহনা রাও-এর বাড়ি ও অফিসে তল্লাশির পর নতুন নোটে ৩০ লক্ষ টাকা ও ৫ কিলোগ্রামেরও কিছু বেশি পরিমাণ সোনা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চেন্নাই: তামিলনাড়ু মুখ্যসচিব পি রামা মোহনা রাও-এর বাড়ি ও অফিসে তল্লাশির পর নতুন নোটে ৩০ লক্ষ টাকা ও ৫ কিলোগ্রামেরও কিছু বেশি পরিমাণ সোনা বাজেয়াপ্ত করেছে আয়কর দফতর ৷
advertisement

বুধবার সকালে বুধবার ভোরে আচমকা মুখ্যসচিবের আন্না নগরের বাসভবনে হানা দেয় IT ৷ এছাড়া মুখ্যসচিবের স্ত্রী, সন্তান, আত্মীয় ও সহকারীদের বাড়িতেও তল্লাশি চালায় আয়কর দফতর ৷ এই আয়কর তল্লাশিকে ঘিরে শুরু হয় রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ি ৷

খনি মাফিয়া বলে কুখ্যাত জে শেখর রেড্ডির সঙ্গে যোগসাজগ থাকার অভিযোগ উঠেছে সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার সচিবের বিরুদ্ধে ৷ এর আগে জে শেখর রেড্ডির বাড়ি থেকে নতুন ও পুরনো নোট মিলিয়ে প্রায় ১৩৬ কোটি টাকা এবং ১৭৭ কোটি টাকা মূল্যের সোনা বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ ৷

advertisement

বৃহস্পতিবার দিনভর তল্লাশির পর আধিকারিকরা বহু টাকা সোনা ও নথি বাজেয়াপ্ত করেন ৷ সংবাদ সংস্থার দাবি, তল্লাশিতে বিপুল পরিমাণ হিসাববহির্ভূত সম্পত্তির খোঁজ মিলেছে কিন্তু সে তথ্য প্রকাশ্যে আসেনি ৷ এখনও তল্লাশি জারি রেখেছে আয়কর দফতর ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

তামিলনাড়ুর মুখ্যসচিব পি রামা মোহনা রাও সদ্য প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার সচিব ছিলেন ৷ প্রবীণ এই সরকারি কর্মচারী ২০১৭-এর সেপ্টেম্বরে অবসর নেবেন ৷ তার আগেই এমন আয়কর হানার খবরে চাঞ্চল্য রাজনৈতিক মহলে ৷ নিন্দায় সরব হয়েছে বিরোধীরা ৷ আয়কর দফতরের এই পদক্ষেপের প্রবল সমালোচনা করে ট্যুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
তামিলনাড়ু মুখ্যসচিবের বাড়িতে আয়কর হানায় উদ্ধার নতুন নোটে ৩০ লক্ষ টাকা ও ৫ কেজি সোনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল