সংবাদমাধ্যম সূত্রের খবর, নির্দিষ্ট পোশাকবিধি মেনে আসা সত্ত্বেও কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না, সে বিষয়ে দূতাবাস কর্তৃপক্ষের কাছে প্রশ্ন তুলেছিলেন সেই সময় সেখানে উপস্থিত মহিলা সাংবাদিকেরা৷
advertisement
“আফগান তালেবানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। এটা মেনে নেওয়া যায় না৷” ব্রডকাস্টার ইন্ডিয়া টুডেতে কর্মরত উপস্থাপক গীতা মোহন একটি সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন।
আরেক সাংবাদিক নয়নিমা বসু প্রশ্ন তুলেছেন, কেন মুত্তাকিকে বা তালিবানকে ইচ্ছাকৃতভাবে নারী সাংবাদিকদের সংবাদ সম্মেলন থেকে বাদ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে? তা নিয়ে৷ তিনি লিখেছেন, “ভারত সরকারের নাকের ডগায়, রাজধানীর কেন্দ্রস্থলে, আফগান বিদেশমন্ত্রী মুত্তাকি একটি সংবাদ সম্মেলন করছেন, যেখানে ইচ্ছাকৃতভাবে কোনও মহিলা সাংবাদিককে বাদ দেওয়া হচ্ছে। এটা কীভাবে হতে পারে? এত জঘন্য অপমানকে কে অনুমোদন করেছে?”
অন্যদিকে, আফগান তালিবানেপর মুখপাত্র শনিবার News18-কে জানিয়েছেন যে, কোনও নীতি মেনে যে মহিলা সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছে এমনটা নয়৷ এটা একটা অনিচ্ছাকৃত, অনভিপ্রেত ঘটনা৷
ওই তালিবান আধিকারিক বলেন, ‘‘এখানে মহিলাদের বিরুদ্ধে কোনও বিদ্বেষমূলক আচরণ করা হয়নি৷ পাসের সংখ্যা সীমিত ছিল৷ সেই কারণে কিছু লোক পাস পেয়েছেন, কেউ পাননি৷ অনেক পুরুষ সাংবাদিকও পাস পাননি৷’’
ওই তালিবান মুখপাত্র দাবি করেন, মুত্তাকি আফগানিস্তানে নিজের দফতরেও মহিলা সাংবাদিকের সঙ্গে দেখা করে থাকেন৷ তবে এক্ষেত্রে, আফগান নন, বিদেশি মহিলা সাংবাদিকদের কথা বলা হয়েছে, যাঁরা নির্দিষ্ট পোশাকবিধি মেনে তাঁর সঙ্গে দেখা করার অনুমতি পান৷