শনিবার কোটি কোটি পঙ্গপাল হানা দিল হরিয়ানার গুরুগ্রামে৷ গুরুগ্রাম মানেই রাজধানী সংলগ্ন এলাকা৷ অর্থাত্ দিল্লি আর দূরে নেই৷
গুরুগ্রামের সাইবার সিটি এলাকায় প্রতিটি বাড়ি ঢেকে গিয়েছে পঙ্গপালে৷ শুধু গুরুগ্রামই নয়, হরিয়ানার বিস্তীর্ণ এলাকাতেই পঙ্গপালের দল হানা দিয়েছে৷ টুইটারে গুরুগ্রামের বাসিন্দারা সেই ভিডিও ও ছবি পোস্ট করেছেন৷ ভিডিওগুলি দেখলে হাড়হিম হয়ে যায়৷
গুরুগ্রামে প্রশাসন অ্যাডভাইজারিতে জানিয়ে দিয়েছে, কোনও বাড়ির জানলা খোলা যাবে না যতটা সম্ভব৷ দরজাও বন্ধ রাখতে হবে পারতপক্ষে৷ পঙ্গপাল তাড়াতে বাসন বা ঢোল বাজাতে পারেন৷
IRS অফিসার নাভিদ ট্রামবু তাঁর বাড়ির ব্যালকনিতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের সেই ছবি পোস্ট করে লিখেছেন, 'অযাচিত অতিথি অবশেষে গুরুগ্রামে চলে এল৷ গত মাসে মধ্যপ্রদেশ ও রাজস্থানে তাণ্ডব চালানোর পরে ওরা কোথায় গেল, আমি কয়েকদিন আগেও ভাবছিলাম৷'
