TRENDING:

Locust Swarms: কোটি কোটি পঙ্গপাল পৌঁছে গেল গুরুগ্রাম! গায়ে কাঁটা দেওয়া ভিডিও

Last Updated:

গুরুগ্রামের সাইবার সিটি এলাকায় প্রতিটি বাড়ি ঢেকে গিয়েছে পঙ্গপালে৷ শুধু গুরুগ্রামই নয়, হরিয়ানার বিস্তীর্ণ এলাকাতেই পঙ্গপালের দল হানা দিয়েছে৷ টুইটারে গুরুগ্রামের বাসিন্দারা সেই ভিডিও ও ছবি পোস্ট করেছেন৷ ভিডিওগুলি দেখলে হাড়হিম হয়ে যায়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#গুরুগ্রাম: সকালে হঠাত্‍ ওদের আগমন৷ ঝাঁকে ঝাঁকে আসছে৷ আকাশ ছেয়ে গিয়েছে৷ সে ভয়াবহ দৃশ্য দেখলে গায়ে কাঁটা দেয়৷
advertisement

শনিবার কোটি কোটি পঙ্গপাল হানা দিল হরিয়ানার গুরুগ্রামে৷ গুরুগ্রাম মানেই রাজধানী সংলগ্ন এলাকা৷ অর্থাত্‍ দিল্লি আর দূরে নেই৷

গুরুগ্রামের সাইবার সিটি এলাকায় প্রতিটি বাড়ি ঢেকে গিয়েছে পঙ্গপালে৷ শুধু গুরুগ্রামই নয়, হরিয়ানার বিস্তীর্ণ এলাকাতেই পঙ্গপালের দল হানা দিয়েছে৷ টুইটারে গুরুগ্রামের বাসিন্দারা সেই ভিডিও ও ছবি পোস্ট করেছেন৷ ভিডিওগুলি দেখলে হাড়হিম হয়ে যায়৷

গুরুগ্রামে প্রশাসন অ্যাডভাইজারিতে জানিয়ে দিয়েছে, কোনও বাড়ির জানলা খোলা যাবে না যতটা সম্ভব৷ দরজাও বন্ধ রাখতে হবে পারতপক্ষে৷ পঙ্গপাল তাড়াতে বাসন বা ঢোল বাজাতে পারেন৷

সেরা ভিডিও

আরও দেখুন
জঙ্গলের আড়ালে নিভে যাওয়া শিক্ষার প্রদীপ! মহাশ্বেতা দেবীর স্বপ্নের বিদ্যালয় অবহেলায় পড়ে
আরও দেখুন

IRS অফিসার নাভিদ ট্রামবু তাঁর বাড়ির ব্যালকনিতে ঝাঁকে ঝাঁকে পঙ্গপালের সেই ছবি পোস্ট করে লিখেছেন, 'অযাচিত অতিথি অবশেষে গুরুগ্রামে চলে এল৷ গত মাসে মধ্যপ্রদেশ ও রাজস্থানে তাণ্ডব চালানোর পরে ওরা কোথায় গেল, আমি কয়েকদিন আগেও ভাবছিলাম৷'

বাংলা খবর/ খবর/দেশ/
Locust Swarms: কোটি কোটি পঙ্গপাল পৌঁছে গেল গুরুগ্রাম! গায়ে কাঁটা দেওয়া ভিডিও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল