মাত্র ৬ বছর বয়সে বাবা মাকে হারান তিনি৷ দিনের পর দিন আহার বলতে ছিল শুধু ভাতের ফ্যান৷ তার পর এক সময় আশ্রয় পান নবদ্বীপে ওঙ্কারানন্দ গোস্বামীর আশ্রমে৷ সেখান থেকেই শুরু হয় তাঁর জীবনের নতুন অধ্যায়৷ নবজন্ম লাভের পর আর পা রাখেননি পুরনো পথে৷
সাধারণ জীবনযাপনে বিশ্বাসী এই যোগীর আার বলতে তেলহীন সামান্য খাবার৷ পিছিয়ে থাকা অনগ্রসরদের সাহায্য করা, তাঁদের পাশে দাঁড়ানোই তাঁর জীবনের ব্রত৷ একাধিকবার তিনি বলেছেন তাঁর সুস্থ দীর্ঘ জীবনের রহস্য হল যোগাভ্যাস, কঠোর নিয়মানুবর্তিতা এবং ব্রহ্মচর্য৷ তারুণ্যেই ব্রহ্মচর্য পালনের প্রতিজ্ঞা করেছিলেন তিনি৷ তাঁর কথায়, ‘‘এই বিশ্বই আমার ঘর৷ বিশ্ববাসী আমার বাবা মা৷ তাঁদের ভালবাসা এবং সেবা করাই আমার জীবনের পরম ধর্ম৷’’
advertisement
আরও পড়ুন : ঘূর্ণিঝড় 'অশনি'র কীভাবে নামকরণ করা হয়েছিল? এর অর্থ কী?
আরও পড়ুন : জানুয়ারিতে যে কিশোর কিশোরীরা ওমিক্রন আক্রান্ত হয়, তারা এখন কোভিড টিকা নিতে পারবে? জানুন চিকিৎসকের মত
তাঁর আশ্রমিক জীবনের প্রথম দিন থেকেই যোগচর্চা করছেন স্বামী শিবানন্দ৷ গত অর্ধশতক ধরে পুরীতে তিনি সেবা করছেন কুষ্ঠরোগীদের৷ একাধিক সম্মানে তিনি সম্মানিত হয়েছেন৷ তার মধ্যে অন্যতম ২০১৯ সালে পাওয়া সম্মান ‘যোগ রত্ন সম্মান’৷
আরও পড়ুন : দোলে রং খেলে ত্বক চরম ক্ষতিগ্রস্ত? পার্লারে না গিয়ে ত্বক সারিয়ে তুলুন এই ঘরোয়া উপকরণগুলিতে
সোমবার রাষ্ট্রপতি ভবনের দরবার হল-এ স্বামী শিবানন্দই ছিলেন সকলের মনোযোগের ভরকেন্দ্র৷ নেটদুনিয়াতেও তাঁকে নিয়ে আলোচনার শীর্ষে৷