TRENDING:

হেসেখেলে উপভোগ করেই জীবন কাটাতে ভালবাসতেন সুষমা

Last Updated:

সহজেই হয়ে উঠতেন কারও স্নেহশীল দিদি, কারও কাছে মাতৃসমা৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: প্রাক্তন বিদেশমন্ত্রীর প্রয়াণে এখনও শোকে মূহ্যমান দেশ৷ দক্ষ রাজনীতিক হিসেবে ভারতীয় রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ছিলেন ঠিকই, তবে সেসব কিছু ছাপিয়ে গিয়ে তার মানবিক পরিচয়েই তিনি হয়েছিলেন সকলের হৃদয়ের খুব কাছের৷
advertisement

সংসদে দাঁড়িয়ে সুবক্তা হিসেবে তিনি যেমন সকলকে মন্ত্রমুগ্ধ করে দিতে পারতেন, তেমনই বিদেশে কেউ বিপদে পড়লে সাহায্য করার জন্য জানপ্রাণ লড়িয়ে দিতেন৷ তাই সহজেই হয়ে উঠতেন কারও স্নেহশীল দিদি, কারও কাছে মাতৃসমা৷

নিজের ব্যক্তিগত জীবনেও সুষমা ছিলেন ঠিক এমনটাই৷ স্বামী, মেয়ের ভরা সংসারে হৈ হৈ করে কাটাতেই ভালবাসতেন তিনি৷ করবা চৌথের দিন বেনারসি শাড়ি, সোনার গয়না, সিঁদূরে সেজে নিষ্ঠাভরে চৌথ পালন করতেন তিনি৷ এলাকার সব মহিলাদের নিমন্ত্রণ করে উপহার দিতেন রুপোর সিঁদূর কৌটো৷ আবার তিজের সময় হয়ে যেতেন একেবারে বাচ্চা মেয়ে৷ দোলনায় চড়ে, হেসেখেলে উপভোগ করতেন উৎসব৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ঠিক যেভাবে হেসেখেলে জীবনটাকে উপভোগ করেছে, তেমনই সময় মতো হাসতে হাসতেই সরে দাঁড়িয়েছিলেন পদ থেকে৷ চলেও গেলেন হাসতে হাসতেই৷ কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের খবর শুনে ট্যুইট করেছিলেন, যেন এই দিনটা দেখার জন্যই বেঁচেছিলাম৷ পরদিনই নিজের মৃত্যু দিয়ে যথার্থও করে গেলেন সেই ট্যুইট৷

বাংলা খবর/ খবর/দেশ/
হেসেখেলে উপভোগ করেই জীবন কাটাতে ভালবাসতেন সুষমা