সাধ্বী জীবনে সদ্য পা রাখা ওই বালিকার নাম দেবাংশী। হিরে ব্যবসায়ী ধনেশ সাংভি এবং তাঁর স্ত্রী অমির বড় মেয়ে সে। হিরের জগতে বিখ্যাত সাংভি অ্যান্ড সন্স তাদেরই পারিবারিক সংস্থা। তিন দশক ধরে এই সংস্থা সুরাত থেকে হিরে রফতানি ও হিরে পালিশের সঙ্গে যুক্ত। সাংভি দম্পতির ছোট মেয়ের বয়স ৪ বছর।
advertisement
আরও পড়ুন : পাউরুটির সঙ্গে মেয়োনিজ চাই-ই চাই? নিজেই নিজের চরম ক্ষতি করছেন
দেবাংশীর ধনী পরিবার যে সুখ স্বাচ্ছন্দ্য ও বিলাসিতা তাকে দিতে পারত, সে সবই এখন তাকে ত্যাগ করতে হবে। জানা গিয়েছে ছোট থেকেই আধ্যাত্মিকতার প্রতি আকৃষ্ট দেবাংশী। সন্ন্যাসগ্রহণের জন্য অন্যান্য সাধকদের সঙ্গে পায়ে হেঁটে ৭০০ কিমি পথ পাড়ি দিয়েছে সে। তাদের পারিবারিক বন্ধু নীরব শাহ জানিয়েছেন খাতায় কলমে সন্ন্যাস জীবনে পা রাখার অনেক আগে থেকেই কৃচ্ছ্ব্রসাধনকে আপন করে নিয়েছে দেবাংশী।
পাঁচটি ভাষায় দক্ষ এই বালিকা আরও ছোট থেকেই কঠোর ব্রহ্মচর্য পালন করছে। তার সন্ন্যাসগ্রহণের আগের দিন সুরাত শহরে এক শোভাযাত্রার আয়োজন করেন দেবাংশীর অনুরাগীরা। এমনকি, সুদূর বেলজিয়ামেও এরকমই এক শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রসঙ্গত বেলজিয়ামের সঙ্গে সুরাতের জৈন সম্প্রদায়ের হিরে ব্যবসায়ীদের অনেকেরই ঘনিষ্ঠ যোগাযোগ আছে।