সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি এস রবীন্দ্র ভাট ও বিচারপতি পিএস নরসিমার ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছিল। সোমবার সেই মামলার শুনানিতে আদালত অবমাননার অভিযোগে সহমত পোষন করে সুপ্রিম কোর্ট। অভিযোগ, ঋণখেলাপি মামলায় মালিয়াকে ৬,২০০ কোটির টাকারও বেশি ব্যাঙ্ক ঋণ শোধ করার নির্দেশ দিয়েছিল। কিন্তু সেই টাকা এখনও ফেরত দেননি মালিয়া। তবে তিনি তাঁর সন্তানদের ৩১৭ কোটি ৬৩ লক্ষ টাকা পাঠিয়েছিলেন। এছাড়াও মালিয়ার বিরুদ্ধে আদালতে ভুল তথ্যও পেশের অভিযোগও ছিল।
advertisement
আরও পড়ুন: দেশে কার্যত নজিরবিহীন, উদ্বোধনের আগেই ব্র্যান্ডিং হয়ে গিয়েছিল শিয়ালদহ মেট্রো স্টেশন
এদিন রায় ঘোষণার সময় সুপ্রিম কোর্ট জানায়, আদালতের রায় অমান্য করেও কোনও অনুশোচনা নেই বিজয় মালিয়ার। তাই ন্যায় বিচার বজায় রাখতে অবশ্যই পর্যাপ্ত শাস্তি দিতে হবে। শুধু তাই নয়, যদি সময়মতো জরিমানার টাকা পরিশোধ না করেন মালিয়া, তাহলে আরও দু’মাস বেশি কারাবাস ভোগ করতে হবে তাঁকে।
প্রসঙ্গত, বিজয় মালিয়া ৯ হাজার কোটির বেশি টাকা ঋণখেলাপি মামলায় অভিযুক্ত। বর্তমানে তিনি ভারত ছেড়ে ব্রিটেনে রয়েছেন। এই মামলায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল, বিদেশি অ্যাকাউন্টে টাকা ট্রান্সফারের বিষয়ে আদালতে ভুল তথ্য দাখিল করা হয়ছিল। তাছাড়াও বারবার আদালতে হাজিরার নির্দেশ এড়িয়ে গেছেন তিনি। শেষমেশ এবার শাস্তির মুখে পড়লেন ভারতের একদা লিকার ব্যারন।