এ দিন নির্বাচন কমিশনের উদ্দেশে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চের হুঁশিয়ারি, ভোটার তালিকার বিশেষ সংশোধনী প্রক্রিয়ার কোনও পর্যায়ে যদি বেআইনি কোনও পদ্ধতি পাওয়া যায়, তাহলে গোটা প্রক্রিয়াই বাতিল করা হবে৷
মামলার পর্যবেক্ষণে দুই বিচারপতি বলেন, বিহারে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে যে মামলাগুলি দায়ের হয়েছে, তার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট এটা ধরে নিয়েই এগোচ্ছে যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে কমিশন আইন এবং বাধ্যতামূলক নিয়মগুলিকে অনুসরণ করেই এগোচ্ছে৷
advertisement
একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আগামী ৭ অক্টোবর বিহারে এসআইআর প্রক্রিয়ার বৈধতা নিয়ে দায়ের হওয়া মামলার চূড়ান্ত সওয়াল জবাব শুনবে আদালত৷ তবে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, আলাদা আলাদা ভাবে নয়, সব মামলাগুলি একত্রিত করেই একটি নির্দেশ দেবে শীর্ষ আদালত৷
প্রধান বিচারপতির বেঞ্চ মন্তব্য করে, ‘বিহারে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে গেলেও তাতে কোর্টের কিছু যায় আসে না। কোনও রকম বেআইনি কাজ হয়েছে দেখলে আদালত পুরো প্রক্রিয়া বাতিলে বড় পদক্ষেপ করতে পারে৷’
এদিন আইনজীবী বৃন্দা গ্রোভার আশঙ্কা প্রকাশ করে জানান, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়ে যাওয়ার পর বৈধ ভোটাররা তালিকা থেকে বাদ পড়ে যেতে পারেন। একই সঙ্গে কমিশন আইনবিরুদ্ধ কাজ করছে বলে অভিযোগ করেন আইনজীবী প্রশান্ত ভূষনও। এর পরিপ্রেক্ষিতেই সর্বোচ্চ আদালতের তরফে এই ইঙ্গিত দেওয়া হল জাতীয় নির্বাচন কমিশনকে।
খুব শিগগিরই গোটা দেশে এসআইআর শুরুর বিষয়টিও এদিন আদালতের নজরে আনা হয়।
বিচারপতিরা জানিয়ে দেন, তাতে কিছু সমস্যা হওয়ার কথা নয়। বিহার এসআইআরের রায় সেখানেও কার্যকর হবে।