এ দিন এই নির্দেশ দিতে গিয়ে প্রধান বিচারপতি সূর্য কান্ত পর্যবেক্ষণে জানান, সেঙ্গারের জামিন মঞ্জুর করার আগে তাঁকে যে যে বিষয়গুলির উপরে ভিত্তি করে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেগুলি দিল্লি হাইকোর্টের নজর এড়িয়ে গিয়েছে বলেই মনে হচ্ছে৷ এই পরিস্থিতিকে অদ্ভুত বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি৷
প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন তিন বিচারপতির বিশেষ অবসরকালীন বেঞ্চ এ দিন এই নির্দেশ দিয়েছে৷ প্রধান বিচারপতি সূর্য কান্ত ছাড়াও বিচারপতি জে কে মহেশ্বরী এবং বিচারপতি অগস্টিন জর্জ মাসিহ-র বেঞ্চ এ দিন সিবিআই-এর আবেদনের শুনানি করে৷
advertisement
২০১৭ সালের উন্নাও ধর্ষণ মামলায় ২০১৯ সালে কুলদীপ সেঙ্গারকে যাবজ্জীবন কারাবাসের সাজা দিয়েছিল নিম্ন আদালত৷ নিজেকে নির্দোষ বলে দাবি করে এই রায়ের বিরোধিতায় দিল্লি হাইকোর্টে আবেদন করেন সেঙ্গার৷ দিল্লি হাইকোর্ট কুলদীপ সেঙ্গারের জামিন মঞ্জুর করার পরই দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়৷ দিল্লি হাইকোর্ট এই নির্দেশ দেওয়ার পরই সুপ্রিম কোর্টে আবেদন জানানোর সিদ্ধান্ত নেয় সিবিআই৷
