TRENDING:

'বেআইনি ভাবে নাম বাদ দিলে...', বিহারে এসআইআর চলবে না বন্ধ? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

বিহারে বিশেষ সংশোধনীর নামে ভোটার তালিকা থেকে বেআইনি ভাবে বহু মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেআইনি ভাবে নাম বাদ দেওয়ার অভিযোগের প্রমাণ মিললে সেপ্টেম্বর মাসেও বিহারে নির্বাচন কমিশনের ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া বাতিল ঘোষণা করা যেতে পারে৷ আপাতত বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়ার উপরে কোনও স্থগিতাদেশ না দিয়ে এই মন্তব্যই করল সুপ্রিম কোর্ট৷
এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের৷
এসআইআর মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের৷
advertisement

বিহারে বিশেষ সংশোধনীর নামে ভোটার তালিকা থেকে বেআইনি ভাবে বহু মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়৷ মামলাকারীদের যুক্তি ছিল, কারও নাগরিকত্ব যাচাইয়ের ক্ষমতাই নেই নির্বাচন কমিশনের৷ এ দিন সেই সমস্ত মামলাই একযোগে শুনানির জন্য ওঠে বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে৷ নির্বাচন কমিশন অবশ্য শীর্ষ আদালতে পাল্টা দাবি করে তারা ভোটার তালিকার শুদ্ধিকরণ শুরু করেছে৷ এই প্রক্রিয়ায় বাধা না দিয়ে সাহায্য করার জন্য পাল্টা আবেদন করে কমিশন৷

advertisement

শীর্ষ আদালত অবশ্য এ দিন কমিশনের সঙ্গে সহমত পোষণ করে জানায়, শুধুমাত্র আধার থাকলেই কেউ নাগরিক নন৷ আধার থাকলেও নাগরিকত্বের যাচাই করাই উচিত৷

তবে জীবিত অনেককেই সংশোধিত তালিকায় মৃত দেখানোর বিষয়টিকে তথ্য আপলোড করার সময় ভুল বলে ব্যাখ্যা করেছে শীর্ষ আদালত৷ মামলাকারীদের পক্ষে বিহারের দুই বাসিন্দাকে আদালতে হাজির করিয়ে অভিযোগ করা হয়, তাঁরা জীবিত থাকলেও কমিশনের নতুন খসড়া তালিকায় ওই দুই ভোটারকে মৃত বলে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে৷ তবে নাগরিকত্ব যাচাইয়ের জন্য আধার কার্ড এবং ভোটার কার্ড বাদেও যে যে নথি চেয়েছে, তা চাওয়ার অধিকার নির্বাচন কমিশনের আছে কি না, সেই প্রশ্ন তোলেন মামলাকারীরা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে মামলাকীদের এই সমস্ত অভিযোগ এবং দাবিকেই অনুমান ভিত্তিক এবং ভিত্তিহীন বলে দাবি করেছে কমিশন৷ এখনও পর্যন্ত বিহারে ভোটার তালিকা সংশোধনের বিরোধিতা করে কোনও রাজনৈতিক দল অথবা ব্যক্তিগত ভাবে কেউ আদালতের দ্বারস্থ হননি বলেও দাবি করেছে কমিশন৷ সুপ্রিম কোর্টও এ দিনের শুনানি চলাকালীন বলে, কমিশন যে যে নথিগুলি চাইছে, সেই নথিগুলির কোনওটিই বিহারের কোনও বাসিন্দার কাছে নেই, এই যুক্তি মেনে নেওয়া যায় না৷ গত সপ্তাহে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানায়, আগাম নোটিস এবং নির্দেশ ছাডা় তারা কারও নাম ভোটার তালিকা থেকে বাদ দেবে না৷ সংশোধিত খসড়া ভোটার তালিকা নিয়ে কোনও রাজনৈতিক দল বা ব্যক্তি বিশেষের আপত্তি থাকলে ১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে বলেও জানিয়েছে কমিশন৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'বেআইনি ভাবে নাম বাদ দিলে...', বিহারে এসআইআর চলবে না বন্ধ? বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল