TRENDING:

Rajiv Gandhi: রাজীব গান্ধির হত্যাকাণ্ডে মুক্তি বাকি ছয় সাজাপ্রাপ্তেরও! নির্দেশ সুপ্রিম কোর্টের

Last Updated:

১৯৯১ সালে হত্যা করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে৷ নলিনি ছাড়াও শ্রীহরণস সন্থান, মুরুগান, রবার্ট পায়াস এবং রবিচন্দ্রন নামে মোট ছ' জন এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার ঘটনায় জেলবন্দি ছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধির হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত নলিনি শ্রীহরণ সহ বাকি ছ' জনকেও মুক্তির নির্দেশ দিল সুপ্রিম কোর্ট৷
নলিনি শ্রীহরণ সহ রাজীব গান্ধি হত্যাকাণ্ডে ছয় সাজাপ্রাপ্তের মুক্তি৷ Photo- Twitter/arunruby08
নলিনি শ্রীহরণ সহ রাজীব গান্ধি হত্যাকাণ্ডে ছয় সাজাপ্রাপ্তের মুক্তি৷ Photo- Twitter/arunruby08
advertisement

এই ছ' জনকে মুক্তির জন্য রাজ্যপালকে সুপারিশ করেছিল তামিলনাড়ু সরকার৷ এ দিন মুক্তির নির্দেশ দিতে গিয়ে সে বিষয়টিরও উল্লেখ করে শীর্ষ আদালত৷

গত মে মাসে আর এক সাজাপ্রাপ্ত পেরারিভালানকেও মুক্ত করে দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ তিনিও প্রায় তিরিশ বছর জেল খেটেছিলেন৷

আরও পড়ুন: কেসের চাপে পক্ককেশ? তিন মাসেই 'বৃদ্ধ' হলেন কেষ্ট

advertisement

জেল থেকে মুক্তি পাওয়ার পর নলিনি বলেন, 'এত বছর ধরে আমি জেলের ভিতরে যন্ত্রণা ভোগ করেছি৷ গত ৩২ ঘণ্টা আমার জীবনে অন্যতম লড়াই ছিল৷ যাঁরা আমার পাশে থেকেছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ৷ তামিলনাড়ুর মানুষ এবং আইনজীবীদেরও ধন্যবাদ জানাই৷'

আরও পড়ুন: মমতার দেখানো পথেই পিনারাই বিজয়ন সরকার? রাজ্যপালকে আচার্য পদ থেকে সরানোর তোড়জোড় কেরলেও

advertisement

১৯৯১ সালে হত্যা করা হয় তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধিকে৷ নলিনি ছাড়াও শ্রীহরণস সন্থান, মুরুগান, রবার্ট পায়াস এবং রবিচন্দ্রন নামে মোট ছ' জন এই হত্যাকাণ্ডে যুক্ত থাকার ঘটনায় জেলবন্দি ছিলেন৷

সুপ্রিম কোর্টের বিচারপতি বি আর গভাই এবং বি ভি নাগারথানার ডিভিশন বেঞ্চ এ দিন এই নির্দেশ দিয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

১৯৯১ সালের ২১ মে তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে একজন মহিলা আত্মঘাতী জঙ্গির হামলায় প্রাণ হারান রাজীব গান্ধি৷ তামিল টাইগার্স এলটিটিই গ্রুপ এই হামলার ছক কষেছিল৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Rajiv Gandhi: রাজীব গান্ধির হত্যাকাণ্ডে মুক্তি বাকি ছয় সাজাপ্রাপ্তেরও! নির্দেশ সুপ্রিম কোর্টের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল