শীর্ষ আদালতের নির্দেশ, ২০ ফেব্রুয়ারির মধ্যে রাজীব কুমারকে হাজিরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷ শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি হবেন রাজীব কুমার ৷ কিন্তু, এখনই রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না ৷
দেশ জুড়ে শোরগোল তুলেও, শেষে রণে ভঙ্গ দিল সিবিআই। প্রধান বিচারপতির বার্তা সত্ত্বেও, শীর্ষ আদালতে রাজীব কুমারের বিরুদ্ধে তথ্য নষ্টের কোনও প্রমাণই খাড়া করতে পারল না কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ফলে, রাজীব কুমারকে এখনই গ্রেফতার নয়, তাঁর সঙ্গে শিলং (নিরপেক্ষ জায়গা)-য়ে কথা বলতে পারবে সিবিআই। আগেই অবশ্য সেই প্রস্তাব দিয়েছিলেন রাজীব।
advertisement
রাজীব কুমারের বাড়িতে সিবিআই অভিযান নিয়ে আইনি পথে লড়াই রাজ্যের। লড়াই জারি রাজনীতির ময়দানেও। কিন্তু, শীর্ষ আদালতে সিবিআইয়ের আবেদনে যেন আইন ও রাজনীতির ভাষা মিলেমিশে একাকার। রবিবারের ঘটনাকে বেনজির সংঘাতের বর্ণনা দিয়েছে শীর্ষ আদালতে ৷
সোমবার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে কলকাতার নগরপালের বিরুদ্ধে সারদা কেলেঙ্কারিতে তথ্যপ্রমাণ নষ্টের অভিযোগ আনেন সিবিআইয়ের আইনজীবী তুষার মেহেতা ৷ প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-কে তিনি জানান, রাজীব কুমার সাক্ষ্যপ্রমাণ নষ্ট করছেন ৷ চার বার সমন জারি করা হলেও হাজির হননি তিনি ৷ এমনকী, তদন্তে কোনওরকম সহযোগিতাও করেননি রাজীব কুমার ৷ এমনটাই দাবি করেন তুষার মেহেতা ৷