TRENDING:

Supreme Court on SIR Hearing: ভোটারদের থেকে নথি নিলে দিতে হবে রিসিভড কপি!কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

শীর্ষ আদালত একই সঙ্গে জানিয়ে দিয়েছে, লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সি-র তালিকা প্রকাশের পর আপত্তি জানানোর জন্য ১০ দিন সময় পাবেন ভোটাররা৷

advertisement
এসআইআর-এর শুনানিতে ভোটারদের থেকে কোনও নথি নিলে তার লিখিত প্রাপ্তি স্বীকার করতে হবে নির্বাচন কমিশনকে৷ ভোটারদের কী কী নথি জমা নেওয়া হচ্ছে, তার রিসিভড কপি দিতে হবে ভোটারদের৷ সোমবার এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷
কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের৷
কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের৷
advertisement

এর পাশাপাশি এ দিন সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সি-র আওতায় কোন কোন ভোটারদের নাম রয়েছে, সেই তালিকাও প্রকাশ করতে হবে কমিশনকে৷ ভোটারদের প্রতিনিধি হিসেবে বিএলএ-রা উপস্থিত থাকতে পারবেন বলেও এ দিন জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট৷

এ দিন শীর্ষ আদালতে শুনানি চলাকালীন ভোটারদের নথির যাতে প্রাপ্তিস্বীকার করে কমিশন, সেই আর্জি জানান আইনজীবী কপিল সিবাল৷ তিনি বলেন, একটা রিসিভড কপি দেওয়া হোক। অনেক সময় ওরা স্বীকার নাও করতে পারে যে নথি পায়নি৷ এর জবাবে কমিশনের আইনজীবী রাকেশকুমার দ্বিবেদী বলেন, একটি সাংবিধানিক সংস্থার উপরে এতটুকু ভরসাও নেই? আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডকেও জন্ম তারিখের প্রামাণ্য নথি হিসেবে গ্রহণ করছে না নির্বাচন কমিশন৷

advertisement

প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল‍্য বাগচি এবং বিচারপতি দীপঙ্কর দত্তর ডিভিশন বেঞ্চ অবশ্য নির্দেশ দেয়, কমিশন যদি কোনও নথি জমা নেয় তাহলে ভোটারদের তার রিসিভড কপি দিতে হবে৷

সেরা ভিডিও

আরও দেখুন
ডায়াবেটিস একেবারে ছুমন্তর হবে! সপ্তাহে ৩ দিন খান এই পাতা
আরও দেখুন

শীর্ষ আদালত একই সঙ্গে জানিয়ে দিয়েছে, লজিক্যাল ডিস্ক্রিপ্যান্সি-র তালিকা প্রকাশের পর আপত্তি জানানোর জন্য ১০ দিন সময় পাবেন ভোটাররা৷ ভোটাররা যে নথি জমা দিচ্ছেন, তাতে কমিশন সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট ভোটারকে ফের নোটিস দিতে হবে৷ নথি জমা করার পরেও ভোটারদের বক্তব্য শুনতে হবে কমিশনকে৷ শুনানির সময় রাজ্য সরকারকেও আইনশৃঙ্খা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Supreme Court on SIR Hearing: ভোটারদের থেকে নথি নিলে দিতে হবে রিসিভড কপি!কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল