TRENDING:

Supreme court order on EWS reservation: আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণে সবুজ সঙ্কেত, সুপ্রিম কোর্টে বড় জয় পেল মোদি সরকার

Last Updated:

সুপ্রিম কোর্টের এই রায় কেন্দ্রীয় সরকারের কাছে বড় জয়৷ বিশেষত, হিমাচল প্রদেশ এবং গুজরাত নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই রায় বিজেপি-র প্রচারে বড় অস্ত্র হয়ে উঠবে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: শিক্ষা এবং সরকারি চাকরিতে আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের সংবিধান সংশোধনীকে বৈধ আখ্যা দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের ৫ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে ৩:২ সংখ্যাগরিষ্ঠতার নিরিখে ১০৩ তম সংবিধান সংশোধনীকে বৈধ ঘোষণা করল।
ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷
ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷
advertisement

গত সেপ্টেম্বর মাসে শুনানি শেষ হওয়ার পর রায় ঘোষণা স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷ শেষ পর্যন্ত আজ এই ঐতিহাসিক রায়ে ঘোষণা করল৷ সাংবিধানিক বেঞ্চের পাঁচ জনের মধ্যে তিন জন বিচারপতি মনে করছেন, এই ১০৩ তম সংশোধন সংবিধানের মূল ভাবনার পরিপন্থী নয়৷

আরও পড়ুন: কে প্রার্থী, ভুলে যান, শুধু ভাবুন আমি এসেছি পদ্ম প্রতীক নিয়ে, হিমাচলে বললেন মোদি

advertisement

২০১৯ সালের লোকসভা নির্বাচনের ঠিক আগে এই সংশোধন নিয়ে এসেছিল কেন্দ্রীয় সরকার৷ মধ্যপ্রদেশ, ছত্তীসগড় এবং রাজস্থানে বিজেপি-র পরাজয়ের পরেই আর্থিক ভাবে অনগ্রসরদের সংরক্ষণের সিদ্ধান্ত কার্যকর করেছিল সরকার৷ মোদি সরকার এই সংশোধনী নিয়ে আসার পর পরই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়৷

আরও পড়ুন: একশো কোটিতে বিধায়ক কেনার চেষ্টা বিজেপি-র, এবার ভিডিও প্রকাশ করে দাবি কেসিআর-এর

advertisement

ফলে, সুপ্রিম কোর্টের এই রায় কেন্দ্রীয় সরকারের কাছে বড় জয়৷ বিশেষত, হিমাচল প্রদেশ এবং গুজরাত নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের এই রায় বিজেপি-র প্রচারে বড় অস্ত্র হয়ে উঠবে, তা নিঃসংকোচে বলে দেওয়া যায়৷

সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ইউ ইউ ললিতের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এ দিন এই রায় ঘোষণা করে৷ প্রধান বিচারপতি ছাড়াও এই সাংবিধানিক বেঞ্চে ছিলেন বিচারপতি দীনেশ মাহেশ্বরী, বিচারপতি এস রবীন্দ্র ভাট, বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং বিচারপতি জে বি পর্দিওয়ালা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

পাঁচ বিচারপতির মধ্যে বিচারপতি মহেশ্বরী, বিচারপতি ত্রিবেদী এবং বিচারপতি পর্দিওয়ালা সংরক্ষণের পক্ষে রায় দেন৷ অন্যদিকে প্রধান বিচারপতি ইউ ইউ ললিত এবং বিচারপতি রবীন্দ্র ভাট এই সংরক্ষণের বিপক্ষে মত দেন৷ যদিও সংখ্যাগরিষ্ঠতার নিরিখে সবুজ সঙ্কেত পায় কেন্দ্রের সংরক্ষণের সিদ্ধান্ত৷ ফলে এই সংরক্ষণের বিরুদ্ধে দায়ের হওয়া যাবতীয় আবেদন খারিজ হয়ে গেল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Supreme court order on EWS reservation: আর্থিকভাবে দুর্বলদের সংরক্ষণে সবুজ সঙ্কেত, সুপ্রিম কোর্টে বড় জয় পেল মোদি সরকার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল