TRENDING:

Narendra Modi: গুজরাত দাঙ্গা মামলায় বড়সড় স্বস্তি, মোদিকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট

Last Updated:

সু্প্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন গুজরাত দাঙ্গায় নিহত এক কংগ্রেস সাংসদের স্ত্রী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: গুজরাত দাঙ্গায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট৷ নরেন্দ্র মোদির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সু্প্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন গুজরাত দাঙ্গায় নিহত এক কংগ্রেস সাংসদের স্ত্রী৷ যদিও এই মামলার কোনও ভিত্তি নেই বলেই জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত৷ এর আগে গুজরাত সরকারের গঠিত সিট বা বিশেষ তদন্তকারী দলও তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে ক্লিনচিট দিয়েছিল৷ সিট-এর সেই সিদ্ধান্তেই সিলমোহর দিল শীর্ষ আদালত৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
advertisement

গুজরাত দাঙ্গা চলাকালীন গুলবার্গ সোসাইটির গণহত্যার ঘটনায় নিহত ৬৮ জনের মধ্যে ছিলেন কংগ্রেস সাংসদ এহসান জাফরি৷ তাঁর স্ত্রীই জাকিয়া জাফরি মোদিকে সিট-এর দেওয়া ক্লিনচিটের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন৷ সেই মামলাই খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত৷

আরও পড়ুন: শিবসেনার বিধায়করা অসমে রয়েছেন? জানেনই না মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা

advertisement

গোধরায় ট্রেনের কামরায় আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় ৫৯ জনের মৃত্যুর পরের দিনই গুলবার্গ সোসাইটির এই ঘটনা ঘটে৷  গোটা ঘটনায় ফের নতুন করে তদন্তের আর্জি জানিয়ে মামলা দায়ের করেছিলেন জাকিয়া জাফরি৷ গুজরাত দাঙ্গার ঘটনায় রাজনীতিবিদ এবং পুলিশও বৃহত্তর ষড়যন্ত্রে জড়িত বলে অভিযোগ করেছিলেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

গুজরাত দাঙ্গার তদন্ত করেছিল আদালত নিযুক্ত বিশেষ তদন্তকারী দল বা সিট৷ ২০১২ সালের ফেব্রুয়ারি মাসে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেয় তারা৷ সেই রিপোর্টে প্রমাণের অভাব নরেন্দ্র মোদি ছাড়া আরও ৬৩ জনকে ক্লিনচিট দেয় সিট৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi: গুজরাত দাঙ্গা মামলায় বড়সড় স্বস্তি, মোদিকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট
Open in App
হোম
খবর
ফটো
লোকাল