একটি সমান্তরাল নির্দেশিকায় এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আনজারিয়ার তিন সদস্যের বেঞ্চ শুক্রবার জানিয়েছে, পাবলিক রোড, হইওয়ে, এবং এক্সপ্রেসওয়ের আশপাশে থাকা ভবঘুরে গবাদি পশুর সংখ্যাও বাড়ছে৷
রাস্তার ধার থেকে বেওয়ারিশ গবাদি পশুকে ধরে আশ্রয়কেন্দ্রে রাখার জন্য হাইওয়ে টহলদারি দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে। তবে পাশাপাশি, সুপ্রিম কোর্ট জানিয়েছে, সেখানে তাদের যত্ন নেওয়া হবে।
advertisement
এ নিয়ে রাজস্থান হাইকোর্টের পদ্ধতি অনুসরণ করে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তাঁরা সমস্ত জাতীয় সড়, রাজ্য সড়ক এবং সমস্ত গুরুত্বপূর্ণ বড় রাস্তার পাশ থেকে ভবঘুরে গবাদি পশুদের সরিয়ে অনত্র শেল্টারে পাঠানোর ব্যবস্থা করতে হবে৷
আদালত জানিয়েছে, ‘‘একটি যৌথ প্রক্রিয়ায় হাইওয়ে, এক্সপ্রেসওয়ে এবং রোডওয়ের পাশ থেকে সরিয়ে নিতে হবে৷’’
রাজ্য প্রশাসনকে কড়া বার্তায় বেঞ্চ সব রাজ্যের মুখ্য সচিবদের এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে এই নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে৷ আগামী ৮ সপ্তাহের মধ্যে এ নিয়ে জমা দিতে হবে রিপোর্ট৷
