২০২৩ সালের ৩১ অক্টোবর জম্মু কাশ্মীরের রাজ্যের স্বীকৃতি প্রত্যাহার করে কেন্দ্রীয় সরকার৷ জম্মু কাশ্মীর এবং লাদাখকে পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়৷
আরও পড়ুন: ৩৭০ অনুচ্ছেদ বাতিলের সিদ্ধান্ত বৈধ, সুপ্রিম কোর্টে বিরাট জয় মোদি সরকারের
এ দিন অবশ্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, জম্মু কাশ্মীরকে বিশেষ ক্ষমতা প্রদানকারী সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের যে সিদ্ধান্ত সংসদ এবং রাষ্ট্রপতি নিয়েছিলেন, তা বৈধ৷ এই সিদ্ধান্তের পিছনে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না বলেও জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ৷ পাশাপাশি, শীর্ষ আদালত এ দিন স্পষ্ট করে বলেছে যে জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ ফলে গোটা দেশের জন্য যে সাংবিধানিক আইন রয়েছে, তা জম্নু কাশ্মীরের ক্ষেত্রেও প্রযোজ্য হবে৷ কারণ ভারতে মিশে যাওয়ার পর জম্মু কাশ্মীরের আর নিজস্ব কোনও সার্বভৌমত্ব নেই বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়৷
advertisement
নির্বাচন কমিশনের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন, ‘২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন সম্পন্ন করতে যাতে সবরকম পদক্ষেপ করা হয়, আমরা সেই নির্দেশ দিচ্ছি৷ জম্মু কাশ্মীরের রাজ্যের তকমা যত দ্রুত সম্ভব ফিরিয়ে দিতে হবে৷’
শুনানি চলাকালীন অবশ্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে শীর্ষ আদালতে জানানো হয়েছিল, জম্মু কাশ্মীরে বিধানসভা ভোট করানোর প্রস্তুতি চলছে৷ সীমানা পুনর্বিন্যাস প্রক্রিয়া শেষ হলেই ভোট করানো হবে৷ তবে লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবেই থাকবে বলে সুপ্রিম কোর্টে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার৷