TRENDING:

Sundar Pichai's Ancestral Home: অভিনেতার কাছে বিক্রি হয়ে গেল সুন্দর পিচাইয়ের পৈতৃক বাড়ি, ভেঙে পড়লেন গুগল সিইও-র বাবা

Last Updated:

Sundar Pichai's Ancestral Home: রেজিস্ট্রেশন অফিসে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে অপেক্ষা করে, সব বকেয়া কর মিটিয়ে তার পরই বাড়ির নথিপত্র তুলে দেন সুন্দর পিচাইয়ের বাবা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই : বিক্রি হয়ে গেল সুন্দর পিচাইয়ের পৈতৃক বাড়ি৷ চেন্নাইয়ের অশোকনগরে পিচাই পরিবারের বাড়িটি কিনে নিয়েছেন তামিল সিনেমা ইন্ডাস্ট্রির অভিনেতা তথা প্রযোজক মণিকণ্ডন৷ তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন সুন্দর পিচাইয়ের বাড়ি বলে তিনি ওই সম্পত্তি কেনেননি৷ বরং গুগল সিইও-র বাবা মায়ের নম্র ব্যবহার তাঁকে মুগ্ধ করেছে৷ সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘প্রথম আলাপেই সুন্দর পিচাইয়ের মা নিজের হাতে আমার জন্য ফিল্টার্ড কফি তৈরি করেন৷ তাঁর বাবা বাড়ি সংক্রান্ত সব নথি আমাকে দিয়ে দেন৷ তাঁদের মানবিকতা ও বিনয়ী ব্যবহারে আমি অভিভূত৷
বিক্রি হয়ে গেল সুন্দর পিচাইয়ের পৈতৃক বাড়ি
বিক্রি হয়ে গেল সুন্দর পিচাইয়ের পৈতৃক বাড়ি
advertisement

মণিকণ্ডন এও জানান বাড়ির রেজিস্ট্রেশন এবং ট্রান্সফার প্রক্রিয়া ত্বরান্বিত করতে যেন সুন্দর পিচাইয়ের নাম যেন ব্যবহার না করা হয়-এই আর্জিও জানান তাঁর বাবা৷ রেজিস্ট্রেশন অফিসে সাধারণ মানুষের সঙ্গে দীর্ঘ লাইনে অপেক্ষা করে, সব বকেয়া কর মিটিয়ে তার পরই বাড়ির নথিপত্র তিনি তুলে দেন মণিকণ্ডনের হাতে৷

advertisement

‘হিন্দু বিজনেস লাইন’-এর প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, বিনোদন জগতের মুখ হওয়ার পাশাপাশি আরও একটি পরিচয় আছে৷ তিনি রিয়েল এস্টেট ডেভেলপার৷ তাঁর নিজস্ব সংস্থা এখনও পর্যন্ত প্রায় ৩০০ টি বাড়ি তৈরি করেছে৷ প্রসঙ্গত অশোকনগরের শান্ত নিরিবিলি পরিবেশে যে বাড়িটি তিনি কিনেছেন সেখানেই সুন্দর পিচাইয়ের জন্ম এবং বড় হয়ে ওঠা৷ ১৯৮৯ সালে মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তে তিনি চলে যান খড়্গপুর আইআইটি-তে৷ তাঁর শৈশবের ফেলে আসা বাড়ি কিনতে পেরে তিনি গর্বিত বলে জানান মণিকণ্ডন৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অশোকনগরের এই বাড়িটি তৈরি করেছিলেন সুন্দর পিচাইয়ের বাবা৷ তাঁর জীবনে এটাই ছিল প্রথম সম্পত্তি৷ বিক্রি করার পর মুহূর্তের জন্য হলেও তিনি ভেঙে পড়েছিলেন৷ জানিয়েছেন মণিকণ্ডন৷ তিনি ওই জায়গায় একটি নতুন ভিলা তৈরি করবেন৷ আগামী দেড় বছরের মধ্যে কাজ শেষ হবে ভিলার৷

বাংলা খবর/ খবর/দেশ/
Sundar Pichai's Ancestral Home: অভিনেতার কাছে বিক্রি হয়ে গেল সুন্দর পিচাইয়ের পৈতৃক বাড়ি, ভেঙে পড়লেন গুগল সিইও-র বাবা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল