TRENDING:

Sukhjinder Singh Randhawa| সবাইকে পিছনে ফেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সুখজিন্দর রানধাওয়া

Last Updated:

Sukhjinder Singh Randhawa| হাইকমান্ড ঝুঁকে রয়েছে রানধাওয়ার Sukhjinder Singh Randhawa) দিকেই। চলছে শেষ মুহূর্তে নামঘোষণার প্রস্তুতি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#চণ্ডীগড়: আর কিছুক্ষণের মধ্যেই পাঞ্জাবের মহা জল্পনার অবসান হতে চলেছে। সূত্রের খবর পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর পদ পেতে চলেছেন সুখজিন্দর রনধাওয়া (Sukhjinder Singh Randhawa)। গতকালই পরিষদীয় দলের বৈঠকে  সিদ্ধান্ত হয় হাইকমান্ড যে সিদ্ধান্ত নেবে মুখ্যমন্ত্রী নির্বাচনের ব্যাপারে, তা-ই বিনা বিরোধিতায় মেনে নিতে হবে। শুরু থেকেই মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রানধাওয়া অন্যদের থেকে এগিয়ে ছিলেন। যদিও এখনও সুনীল জাখরের নামও আলোচনায় ছিল আজ দিনভর। তবে শোনা যাচ্ছে, হাইকমান্ড ঝুঁকে রয়েছে রানধাওয়ার Sukhjinder Singh Randhawa) দিকেই। চলছে শেষ মুহূর্তে নামঘোষণার প্রস্তুতি।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রিত্বের অন্যতম দাবিদার সুখজিন্দর রানধাওযা।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রিত্বের অন্যতম দাবিদার সুখজিন্দর রানধাওযা।
advertisement

সংবাদমাধ্যম এএনআই সূত্রে খবর, পাঞ্জাবে মুখ্যমন্ত্রীকে সাহায্য করবেন দুই উপমুখ্যমন্ত্রী। এদের মধ্যে একজন হবেন হিন্দু অন্যজন হবেন দলিত সম্প্রদায়ভুক্ত।

advertisement

এক্ষেত্রে একটা ইঙ্গিত খুব পরিষ্কার যে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বাছার ক্ষেত্রে কংগ্রেস গুরুত্ব দিচ্ছে শিখ সম্প্রদায়ভুক্ত মুখকে। সে ক্ষেত্রে সুনীল ‌জাখরের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা খুবই কম। অন্য দিকে গান্ধী পরিবারের সঙ্গে নভজ্যোত সিং সিধুর ঘনিষ্ঠতা থাকলেও সম্ভবত ভাগ্যের শিকে এ যাত্রা ছিঁড়বেনা সিধুর। তবে কংগ্রেসের এক উচ্চপদস্থ নেতা নাম প্রকাশ না করে বলেন, অচিরেই বড় পথ পাবেন সিধু। তাকে প্রদেশ কংগ্রেস কমিটির মাথায় বসানো হতে পারে।

advertisement

আরও পড়ুন-কেন বিজেপি ছাড়লেন, এবার নিজেই ফাঁস করলেন বাবুল সুপ্রিয়

সিধু কিন্তু নিজে হাইকমান্ডের কাছে মুখ্যমন্ত্রীর পদ চেয়েছিলেন। সূত্রের খবর রীতিমতো চাপ দেওয়া হয়েছিল সিধুকে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী করার জন্য। কিন্তু রনধাওয়ার (Sukhjinder Singh Randhawa) নামে চূড়ান্ত হয়েছে শেষমেষ, কারণ বেশিরভাগ বিধায়কই উচ্চতর নেতৃত্বের কাছে তারই নাম প্রস্তাব করেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বড়দিনের আগে ঝপাঝপ বেক হচ্ছে কেক, কিন্তু পাহাড় থেকে অর্ডার হাতেগোনা! মন্দার আশঙ্কা
আরও দেখুন

রানধাওয়া নিজে অবশ্য বলছেন আমি জানি না কার নাম প্রস্তাব করা হয়েছে। শুধু জানি এই সমস্যা অচিরেই সমাধান হতে চলেছে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Sukhjinder Singh Randhawa| সবাইকে পিছনে ফেলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে সুখজিন্দর রানধাওয়া
Open in App
হোম
খবর
ফটো
লোকাল