গত বুধবার দিল্লিতে অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যাকে গ্রেফতার করেছিল ইডি৷ আদালতের নির্দেশে আপাতত ইডি হেফাজতেই রয়েছেন সুকন্যা। গরু পাচার মামলায় দিল্লির সদর দফতরে রেখেই সুকন্যাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি কর্তারা।
আরও পড়ুন: বিধায়ক ছিলেন, আবার ইতিহাসের শিক্ষক! স্কুলে না এসেও বেতন পাওয়ার দিন শেষ হল জীবনের
কিন্তু সূত্রের খবর, গ্রেফতারি পর্বের আগের মতোই এখনও প্রশ্নের মুখে একই জবাব দিচ্ছেন সুকন্যা। তাঁর অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন সম্পর্কে এবং ব্যবসায়িক লেনদেন নিয়ে তিনি কিছুই জানেন না বলে দাবি করে চলেছেন অনুব্রত কন্যা। ইডি কর্তারা এ বিষয়ে লাগাতার জেরা করতেই শুক্রবার কান্নায় ভেঙে পড়েন অনুব্রত কন্যা। এর আগেও সুকন্যা দাবি করেছিলেন, আর্থিক লেনদেন, ব্যবসা সংক্রান্ত সব কিছু তাঁর বাবা অনুব্রত মণ্ডল এবং তাঁর সিএ মণীশ কোঠারি জানতেন।
advertisement
এর পাশাপাশি সুকন্যা বার বারই ইডি কর্তাদের কাছে দাবি করছেন, তিহাড় জেলে গিয়ে তিনি তাঁর বাবা অনুব্রত মণ্ডলের সঙ্গে দেখা করতে চান। একই সঙ্গে নিজের এক বান্ধবীর সঙ্গেও দেখা করতে চান সুকন্যা৷ প্রসঙ্গত সুুকন্যার গ্রেফতারির পরই তাঁর সঙ্গে ইডি দফতরে দেখা করতে এসেছিলেন তাঁর এক ক্যানসার আক্রান্ত বান্ধবী৷ ওই তরুণী দাবি করেন, অনুব্রত এবং সুকন্যাই তাঁর চিকিৎসা চালাতেন৷ ইডি-র পক্ষ থেকে অবশ্য সুকন্যাকে জানিয়ে দেওয়া হয়েছে, এই মুহূর্ত বাবা অথবা বান্ধবী- কারও সঙ্গে দেখা করানো সম্ভব নয়৷