গরুপাচার মামলায় সুকন্যা মণ্ডলের তরফে আইনজীবী অমিত কুমার আজ আর্জি জানিয়েছিলেন, সুকন্যাকে ইডির জিজ্ঞাসাবাদ শেষ করেছে। একই অভিযোগে অন্যরা জামিনে মুক্ত রয়েছেন। সেক্ষেত্রে সুকন্যাও একই মামলায় জামিনের আবেদন জানিয়েছেন। শুধু তাই নয়, সুকন্যা অসুস্থ অস্ত্রপচারের প্রয়োজন রয়েছে বলেও আবেদনে জানান তাঁর আইনজীবী অমিত কুমার।
advertisement
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল গত ৮ মে বলেছিলেন, ‘সুকন্যা জামিনের জন্য আবেদন জানিয়েছেন এখানে। ঈশ্বর যেন জামিনটা দিয়ে দেয়’। কিন্তু ব্যর্থ হল কেষ্টর প্রার্থনা। গরুপাচার মামলায় সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।
আরও পড়ুন: আপনি কি বুদ্ধিমান? ‘জিনিয়াসদের’ এই ৭ টি অভ্যাস থাকবেই! মিলিয়ে নিন আপনারটি
একইসঙ্গে কার্যত স্থগিত হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানিও। সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাওয়ার কারণে আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফলে জুন মাসও কার্যত তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত ও সুকন্যাকে।
একদিনে জোড়া ধাক্কা বাবা-মেয়ের! এর আগে ২৬ মে-র শুনানিতে গরু পাচারের টাকা লেনদেনে মেয়ে সুকন্যা বাবা অনুব্রতকে সাহায্য করেছিলেন দাবি করে সুকন্যার জামিনের বিরোধিতা করেছিল ইডি। এর আগে চিকিৎসার প্রয়োজন-সহ ৩টি কারণ দেখিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সুকন্যা।