TRENDING:

'ওঁদের হারতে মজা লাগে, ওঁরা এতেই খুশি...' উপ-রাষ্ট্রপতি নির্বাচনের পরে 'ইন্ডিয়া' জোটকে কটাক্ষ সুকান্তের

Last Updated:

আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা বেজে পাঁচ মিনিটে ১৫তম উপরাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন সি পি রাধাকৃষ্ণণ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: প্রত্যাশিতভাবেই বিপুল ভোটে জয়ী হয়ে দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ৷ ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শনকে ১৫২ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন তিনি৷ রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২টি ভোট৷ সেখানে সুদর্শনের ঝুলিতে এসেছে ৩০০টি ভোট৷ বড় জয় পেয়েছে এনডিএ শিবির। যার ফলে জগদীপ ধনখড়ের পর পরবর্তী উপ-রাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণণ। ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়-সহ একাধিক রাজনৈতিক নেতৃত্ব। আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা বেজে পাঁচ মিনিটে ১৫তম উপরাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন সি পি রাধাকৃষ্ণণ।
সুকান্ত মজুমদার
সুকান্ত মজুমদার
advertisement

অন্যদিকে বিরোধী শিবিরের যাঁরা ভোটাভুটির আগে থেকেই যেভাবে তাঁদের জয় নিশ্চিত ভেবে লাফালাফি করছিলেন, তাঁরা এখন নীরব। সেই সঙ্গে ১৫টি ভোট কীভাবে এনডিএ প্রার্থীর ঝুলিতে গেল, সেটা নিয়েই এখন তাঁরা বিশেষ চিন্তিত। এই প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বুধবার বলেন, ‘জয় তো নিশ্চিত ছিলই। যাঁর জেতার কথা, সেই জিতেছে। এর অন্যথা হয়নি। নয়া উপ-রাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণ আগামীদিনে বিকশিত ভারতের গুরুত্বপূর্ণ সহযোগী হতে চলেছেন। আর বিরোধীরাও জানতেন যে তাঁদের প্রার্থী হারবেন। আসলে ওঁদের হারতে মজা লাগে, ওঁরা এতেই খুশি। ২৪-এর নির্বাচনেও এনডিএ-এর কাছে হেরে রাহুল গান্ধী খুশি হয়েছিলেন। এবারেও হয়েছেন। আগামীদিনেও নির্বাচনে হেরে খুশি থাকবেন।’

advertisement

আরও পড়ুনSealdah AC Local: আর ৫ দিন পরই আপনার বাড়ির স্টপেজেও AC লোকাল! পুজোর আগেই বাড়তি সুবিধা শিয়ালদহ স্টেশন থেকে

উপ-রাষ্ট্রপতি নির্বাচনে এনডিএ প্রার্থী সিপি রাধাকৃষ্ণণ পেয়েছন ৪৫২টি ভোট এবং ইন্ডিয়া জোটের প্রার্থী সুদর্শন রে়ড্ডি পেয়েছেন ৩০০টি ভোট। এই নির্বাচনে ভোট দেওয়া অধিকার ছিল শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভার সাংসদদের। ফলে সাংসদ সংখ্যার নির্বাচনে এনডিএ প্রার্থী আগে থেকেই এগিয়ে ছিল। মূলত ৭৮১ জন সাংসদমণ্ডলীদের নিয়ে এই নির্বাচন হওয়ার কথা। কিন্তু আগে থেকেই শাসক, বিরোধী শিবিরের বেশ কয়েকজন শরিক দলের সাংসদরা কোনও না কোনও কারণে নির্বাচনে অংশ নেননি। যার ফলে মোট ভোট পড়েছে ৭৬৭টি। জয়ের জন্য ন্য়ূনতম সংখ্যা ছিল ৩৮৪।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'ওঁদের হারতে মজা লাগে, ওঁরা এতেই খুশি...' উপ-রাষ্ট্রপতি নির্বাচনের পরে 'ইন্ডিয়া' জোটকে কটাক্ষ সুকান্তের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল