সংসদ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সুকান্ত মজুমদার সংসদ অধিবেশনে মোট ৫২২টি প্রশ্ন জিজ্ঞাসা করে রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছেন। যে সংখ্যা সমস্ত সাংসদদের মধ্যে সর্বোচ্চ। তাঁর প্রশ্নগুলি স্বাস্থ্যসেবা, শিক্ষা, পরিকাঠামো, কৃষি এবং পরিবেশ সহ বিভিন্ন বিষয় ভিত্তিক ছিল বলে জানা গিয়েছে। পাশাপাশি, সুকান্ত মজুমদার সংসদে ৩২টি বিতর্কে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সামনে নিয়ে এসেছেন। সংসদে তাঁর একাধিক বক্তৃতা হাউসের মনোযোগ কেড়েছে এবং অনেক তাৎপর্যপূর্ণ আলোচনার সূত্রপাত ঘটিয়েছে। সামগ্রিকভাবে, সব দিক বিচার বিবেচনা করে তাই তাঁকে এই পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।
advertisement
আরও পড়ুন: আইফেল টাওয়ারের চেয়েও উঁচু! মেঘের সমুদ্রে ডুবে যাওয়া রেলব্রিজ! ভারতের কোথায়?
এ প্রসঙ্গে বালুরঘাটের সাংসদ তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "দিল্লির একটি সংস্থা, যারা ডক্টর এপিজে আবদুল কালামের অনুপ্রেরণায় বিভিন্ন কাজে যুক্ত, আমি গর্বিত যে তারা আমার নাম বাছাই করেছে। এই সম্মান শুধু আমার নয়, আমার লোকসভা কেন্দ্র তথা গোটা জেলাবাসীর জন্য গর্বের বিষয়।"
আরও পড়ুন: 'আপনজন' হারা বর্তমান SSC! কোথায় তাঁরা, খোজ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু
প্রথমবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেই সাংসদ হন সুকান্ত। আর প্রথমবার দেশের আইনসভায় নির্বাচিত হয়েই দেশের সেরা সাংসদ হওয়ার তালিকায় নাম তুলে ফেললেন সুকান্ত মজুমদার! একসময় সোমনাথ চট্টোপাধ্যায়, লালকৃষ্ণ আডবাণী, প্রণব মুখোপাধ্য়ায়রা যে 'সাংসদ রত্ন' সম্মান পেয়েছেন, সেই সম্মান পাওয়ার তালিকায় মনোনীত হয়ে সুকান্ত মজুমদার রীতিমতো নজির গড়েছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।