অভিযোগ, ৬ জানুয়ারী গোয়ার একটি হোটেলে ছেলেকে হত্যা করেন সূচনা শেঠ। শুক্রবার পুলিশ সূচনাকে ফের সেই হোটেলের ঘরে নিয়ে যায়। ক্রাইম সিন, অর্থাত্ খুনের ঘটনাটির পুনরাবৃত্তি করে দেখানোর জন্য। তদন্তকারী এক অফিসারের কথায়, ‘‘প্রায় আড়াই ঘন্টা ধরে পুরো ক্রাইম সিন ফের তৈরি করা হয়।’’
আরও পড়ুন: ‘টাকা ফেরত দিন’, বন্দেভারতের ‘নোংরা’, ‘দুর্গন্ধযুক্ত’ খাবারের অভিযোগ! ভিডিও ঘিরে শোরগোল
advertisement
তদন্তকারী এক অফিসার জানালেন,‘‘ উনি (সূচনা শেঠ) আমাদের কোথায় ওর ছেলে ঘুমোচ্ছিল, কোথায় উনি স্যুটকেস রেখেছিলেন, কীভাবে উনি ব্যাগে বডি ভরেছিলেন, সবই দেখিয়েছেন।’’ ক্রাইম সিনে উপস্থিত এক ডেটা সায়ান্টিস্ট জানান, সূচনা তাঁর নিজের শিরাও কাটতে চেয়েছিলেন।
জানা গিয়েছে, ঘটনায় একটি হাতে লেখা চিঠি উদ্ধার হয়েছে। চিঠিটি সূচনা শেঠের লেখা বলেই জানা গিয়েছে। চোখে লাগানোর আইলাইনার দিয়ে লেখা হয়েছে বলেই সূত্রের খবর। জনপ্রিয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ওই চিঠিতে লেখা ছিল, ‘‘কোর্ট এবং আমার (প্রাক্তন) স্বামী ছেলের কাস্টডির জন্য আমাকে চাপ দিচ্ছে। আমি আর এটা নিতে পারছিনা। আমার স্বামী খুবই উগ্র স্বভাবের। আমার ছেলেকে খারাপ অভ্যাস শেখাচ্ছে। আমি ওর বাবাকে একদিনের কাস্টডিও দিতে চাই না।’’
সূচনার হাতের লেখা নমুনা নেওয়া হয়েছে, এবং ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে। তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন, ছেলেকে খুন করবার আগে তাকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে ছিলেন সূচনা।