আজ বিজেপির সাংসদীয় বৈঠকে মোদি স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলের সঠিক প্রতিনিধিত্ব যাঁরা করতে পারেন না, তাঁদের কোনও প্রয়োজন নেই দলে । পরোক্ষভাবে কৈলাস বিজয়বর্গীয়কে কটাক্ষ করে মোদি জানান ছেলে যারই হোক, এই ধরনের ব্যবহার বরদাস্ত করা হবে না ।
আকাশ বিজয়বর্গীয়কে যারা সমর্থন করেছেন তাঁদের উদ্দেশেও কড়া বার্তা দিয়েছেন মোদি। সংসদ হিসেবে আপনাদের কাজ মানুষের জন্য কাজ করা, মন্তব্য মোদির ।
advertisement
২৬ জুন, ইন্দোরের পুর আধিকারিক ধীরেন্দ্র সিংকে ব্যাট দিয়ে মারধোর করেন কৈলাস বিজয়বর্গীয়র ছেলে ও সাংসদ আকাশ বিজয়বর্গীয় । তাঁকে গ্রেফতার করে পুলিশ যদিও পরে জামিনে মুক্ত হন তিনি । ছেলেকে সমর্থন করে কৈলাস বলেন 'দুজনেই কাঁচা খেলোয়াড়, এটা এক ধরনের ভুল বোঝাবুঝি '।
Location :
First Published :
July 02, 2019 12:51 PM IST