TRENDING:

Success Story: অর্চনার স্বপ্ন সফল, বিহারের প্রথম মহিলা হিসেবে যা করলেন এই মহিলা! সবার কাছে অনুপ্রেরণা

Last Updated:

'ছোট থেকেই গাড়ি চালানোর স্বপ্ন ছিল, এখনও সেই স্বপ্নই কিছুটা সফল', শক্ত হাতে গাড়ির স্টিয়ারিং ধরে বললেন বিহারের প্রথম মহিলা ক্যাব চালক অর্চনা পাণ্ডে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনাঃ 'ছোট থেকেই গাড়ি চালানোর স্বপ্ন ছিল, এখনও সেই স্বপ্নই কিছুটা সফল', শক্ত হাতে গাড়ির স্টিয়ারিং ধরে বললেন বিহারের প্রথম মহিলা ক্যাব চালক অর্চনা পাণ্ডে। শৈশবের দেখা স্বপ্নকে পেশা বানিয়ে অর্চনা বর্তমানে পাটনার সবার অনুপ্রেরণা।
অর্চনার স্বপ্ন সফল
অর্চনার স্বপ্ন সফল
advertisement

পাটনার আনিসাবাদের বাসিন্দা অর্চনা বিহারের প্রথম মহিলা ক্যাব চালক। তিনি গত দু’বছর ধরে ক্যাব চালিয়ে তাঁর চার সন্তানদের প্রতিপালন করছেন। তাঁর কাজের জন‍্য তিনি বিহার থেকে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং নেপাল-সহ বিভিন্ন জায়গায় গিয়েছে। স্বপ্নপূরণের জন্যই প্রাণপাত করা অর্চনা। মারুতি ৮০০-এর ড্রাইভিং সিটে বসে অর্চনা তাঁর স্বপ্নের গাড়ির গিয়ার পরিবর্তন করেন।

advertisement

চাকরি, ব্যবসার পর ক্যাব ড্রাইভার

চাকরি, ব্যবসার পর ক্যাব ড্রাইভারের পেশা বেছে নেন অর্চন। তিনি বলেন, "প্রথমে প্রাইভেট চাকরি করি, তারপর ব্যবসা করেছি। কিন্তু কোনও কারণে ব্যবসা চলেনি। ছোটবেলা থেকেই আমার গাড়ি চালানোর শখ ছিল, তাই এই নিয়েই রাস্তায় নেমে পড়লাম। আমি দু’বছর ধরে ক্যাব চালাচ্ছি। এই ক‍্যাব নিয়ে আমি বিহারের পাশাপাশি অন্যান্য রাজ্য এবং নেপালেও গিয়েছি। যেখানেই বুকিং আসে, আমি যেতে রাজি।’

advertisement

অর্চনা আরও বলেন, "আজ আমার চার সন্তানকে মানুষ করছি এই গাড়ি চালিয়ে। শিশুদের ভাল শিক্ষা দিতে হবে, সেই জন্য কঠোর পরিশ্রম করতে হবে আমাকে যাতে ওরা কোনও ধরনের সমস্যায় না পড়ে।’

মানুষ কটাক্ষ করে, কিন্তু সাহস হারায় না

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যাত্রীরা একজন মহিলাকে গাড়ি চালাতে দেখে হতবাক হন। বাইরের লোকেরা অনেক কটূক্তি করেন। কিন্তু এসব উপেক্ষা করে তিনি এগিয়ে যাচ্ছেন। নিজের জন‍্য। তাঁর সন্তাদের জন‍্য। অর্চনা বলেন, "অনেক মহিলারা গাড়ি চালানোর ইচ্ছা নিয়ে আমার কাছে আসে। তাই, একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলার কথা ভাবছি।" অর্চনা চান যে, তিনি বিহারের প্রথম মহিলা ক্যাব চালক হলেও, তিনি চান আরও মহিলারা এই পেশাকে বেছে নিক। তিনি বলেন, এই যুগে নারীদের ক্ষমতায়নের খুব দরকার।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Success Story: অর্চনার স্বপ্ন সফল, বিহারের প্রথম মহিলা হিসেবে যা করলেন এই মহিলা! সবার কাছে অনুপ্রেরণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল