TRENDING:

জনগণমন নিয়ে আপত্তি, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বদলাতে চেয়ে মোদিকে ২ পাতার চিঠি সুব্রহ্মণ্যমের

Last Updated:

চিঠি লিখে তিনি জানিয়েছেন, 'জনগণমন' নয়, জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হোক আইএনএ-র নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ)-র গাওয়া গান 'কাওয়ামি তারানা'!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: একের পর এক স্টেশন, সৌধের চিরপরিচিত নামের মতো এবার কী বদলে যাবে দেশের জাতীয় সঙ্গীতও ৷ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর নয়া দাবিতে উঠেছে জাতীয় সঙ্গীতেও বদলের প্রশ্ন ৷ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণমন জাতীয় সঙ্গীত বদলানোর প্রস্তাব নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দু পাতার চিঠি লিখেছেন এই বিজেপি সাংসদ ৷
advertisement

এবার বাংলার ভোটকে সামনে রেখে মন কী বাত থেকে জনসভা বারবার রবীন্দ্রনাথ আউরে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই বাংলার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা দেশের জাতীয় সঙ্গীতকেই বদলানোর প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ স্বামী ৷ চিঠি লিখে তিনি জানিয়েছেন, 'জনগণমন' নয়, জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া হোক আইএনএ-র নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (আইএনএ)-র গাওয়া গান 'কাওয়ামি তারানা'!

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জাতীয় সঙ্গীত নিয়ে সুব্রহ্মণ্যমের এই দাবিতে নয়া বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠেছে ৷ জাতীয় সঙ্গীতের জনগণমন-তে ব্যবহৃত সিন্ধু শব্দ নিয়ে আপত্তি স্বামীর ৷ তার বদলে এই বিজেপি সাংসদের পছন্দ 'কাওয়ামি তারানা'র প্রথম লাইন 'শুভ সুখ চ্যায়েন' ৷ নিজের ট্যুইটার অ্যাকাউন্টে স্বামী নিজেই জানিয়েছেন সে কথা ৷ জানা যায়, ১৯৪৩-এ সুভাষ বসুর নির্দেশে আইএনএ-র দুই সদস্য মুমতাজ হোসেন এবং কর্নেল আবিদ হাসান সাফরানি গানটি লিখেছিলেন। সুর দিয়েছিলেন ক্যাপ্টেন রাম সিংহ ঠাকুর।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
জনগণমন নিয়ে আপত্তি, এবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত বদলাতে চেয়ে মোদিকে ২ পাতার চিঠি সুব্রহ্মণ্যমের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল