পুলিশ সূত্রে খবর, পোখারিয়া এলাকার কুশওয়াহা হস্টেলের আবাসিক ওই পড়ুয়ারা ৷ গত বুধবার কালি আস্থান চক থেকে অপহরণ করা হয়েছিল তাঁদের ৷ এরপরেই তাঁদের বেগুসরাই ডিভিশন জেলের পিছনে নিয়ে যায় অপহরণকারীরা ৷ সেখানে তাঁদের উপর অত্যাচার চালানো হয় ৷ এমনকি অতিপ্রাকৃত যৌন সঙ্গমেও বাধ্য করা হয় ৷ এই ঘটনা চলাকালীন ভিডিও রেকর্ড করেন অভিযুক্তরা ৷ তা পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায় ৷ ভাইরাল সেই ভিডিওর সূত্র ধরেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ৷ অভিযুক্তদের প্রত্যেকের বয়স ১৮-২১ বছরের মধ্যে ৷
advertisement
আরও পড়ুন: ভারতীয় রেলযাত্রীদের জন্য সুখবর ! কমতে চলেছে জল ও খাবারের দাম
জেলার DSP মনোজ তিওয়ারি জানান, "জল নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ ছিল। এছাড়াও অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক অভিযোগ জানিয়েছে হস্টেলের পড়ুয়ারা। অভিযোগের বিষয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।" ধৃতদের নামও প্রকাশ্যে এনেছে পুলিশ ৷
বেগুসরাই থানার SHO ত্রিলোক কুমার মিশ্র জানান, গলু কুমার, অজয় কুমার, বিনোদ কুমার, রাজা কুমার, রোহিত কুমার, গণেশ কুমার. এবং রাহুল কুমার নামের সাত জনকে গ্রেফতার করা হয়েছে ৷ এর মধ্যে গলু কুমারের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ব্যবসা রয়েছে ৷ তাঁর প্ল্যান্ট থেকে জল কেনা নিয়েই পড়ুয়াদের সঙ্গে ঝামেলা চলছিল অভিযুক্তদের ৷